প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

দেশজুড়ে

ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইটি কর্মকর্তার ভুয়া পরিচয়ে এক ব্যক্তির ব্যাংক হিসাব থেকে ২৭ লাখ ৪৮ হাজার ৮৯৭ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, ফেনীর সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর হক সাহেবের বাড়ির মো. ওবায়দুল হকের ছেলে আবদুল্লাহ আল মাসুদ (২২), একই গ্রামের কুরি বাড়ির বাবুল চন্দ্র কুরির ছেলে জীবন চন্দ্র কুরি (২৯) ও ফরিদপুরের মধুখালী থানার বনমালি দিয়াসিকদার বাড়ির মৃত ইব্রাহীম সিকদারের স্ত্রী সুইটি আক্তার (২৬)।
গ্রেফতারের সময় প্রতারক আবদুল্লাহ আল মাসুদের কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইটি কর্মকর্তার ভুয়া পরিচয়পত্র, চারটি ভুয়া ভিজিটিং কার্ড, তিনটি মোবাইলফোন, বিভিন্ন ব্যাংকের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম (বার) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইটি কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে আসামি আবদুল্লাহ আল মাসুদ বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের গোলাম রসুলের (৬২) সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। পরে সহযোগীদের নিয়ে কৌশলে প্রতারক মাসুদ ভুক্তভোগী গোলাম রসুলের ইমেইলের পাসওয়ার্ড হ্যাক করেন। এরপর ওই ইমেইল ব্যবহার করে গত ২১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত গোলাম রসুলের চৌমুহনী এবি ব্যাংকের হিসাব নম্বর থেকে বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে ২৭ লাখ ৪৮ হাজার ৮৯৭ টাকা সরিয়ে আত্মসাৎ করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ভুক্তভোগী গোলাম রসুলের করা প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তার আইনের মামলায় আসামিদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে পেলে টাকা উদ্ধারসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসামি আবদুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় আগেও প্রতারণার মামলা রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *