তৃতীয় কিস্তিতে বাংলাদেশকে ১১৫ কোটি ডলার দেবে আইএমএফ

তৃতীয় কিস্তিতে বাংলাদেশকে ১১৫ কোটি ডলার দেবে আইএমএফ

জাতীয় স্লাইড

মে ৯, ২০২৪ ৯:৪৯ পূর্বাহ্ণ

৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে তৃতীয় কিস্তিতে ১১৫ কোটি (১ দশমিক ১৫ বিলিয়ন) ডলার দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএমএফ জানিয়েছে, আইএমএফের একটি দল ইসিএফ/ইএফএফ/আরএসএফ ব্যবস্থাপনার আওতায় দ্বিতীয় পর্যালোচনা শেষ করতে প্রয়োজনীয় নীতিমালা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে স্টাফ লেভেল চুক্তিতে পৌঁছেছে।

চুক্তিটি ওয়াশিংটনভিত্তিক ঋণদাতার নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষে হবে এবং আগামী সপ্তাহে হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

দ্বিতীয় পর্যালোচনা শেষ হলে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ)/এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) আওতায় প্রায় ৯৩২ মিলিয়ন ডলার এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় প্রায় ২২০ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ। অর্থাৎ বোর্ডের অনুমোদন পেলে বাংলাদেশ প্রায় ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার পাবে।

বুধবার ১৫ দিনের বাংলাদেশ সফর শেষে তৃতীয় কিস্তির বিষয়ে এ তথ্য জানিয়েছে ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বাধীন আইএমএফের মিশন টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *