জমে উঠেছে নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচন

দেশজুড়ে

মে ৯, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ

সোহেল রায়হান, নেছারাবাদ, পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর-২ আসনের ভোট ব্যাংক নেছারাবাদে দ্বিতীয় ধাপে ২১ মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহন।গত ২ রা মে প্রতীক বরাদ্দের আগে সকল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের জনগনের/ভোটারদের কাছে দোয়া ও প্রচারনা,বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন সহ সকল প্রস্তুতি মূলক কার্যক্রমে ব্যাস্ত ছিলো পুরো এলাকা।২ রা মে প্রতিক বরাদ্দের পর শুরু হয়েছে সকল প্রার্থীর জমজমাট প্রচারনা,পথসভা,উঠান বৈঠক সহ নানা আয়োজন।নেছারাবাদে মোট ১০ টি ইউনিয়ন নিয়ে উপজেলা পরিষদ গঠিত।এই এলাকার সকল মানুষের মাঝে বর্তমানে নির্বাচনী আমেজ বিদ্যমান।সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহনে বিভিন্ন প্রার্থীর ক্যাম্প উদ্ভোদন সহ পোস্টার, ব্যানার,লিফলেট বিতরন সহ নানান আয়োজনে মুখরিত পুরো এলাকা।এখানকার বেশিরভাগ মানুষের দ্বাবী এবার যোগ্য লোককেই তারা ভোট দিবে।এবং এমন একজন এমপি পেয়েছেন যার হাত ধরে এই উন্নয়নশীল এলাকাকে একটি উন্নত উপজেলায় পরিনত করা সম্ভব। এ ক্ষেত্রে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ভূমিকা অপরিসীম।
#এখানে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোট ৩ জন এরা হলেন- ১/ আলহাজ্ব আব্দুল হক-বর্তমান উপজেলা চেয়ারম্যান(মার্কা- আনারস)।
২/মোঃ মুইদুল ইসলাম মুহিদ- সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান থানা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক(মার্কা- মোটরসাইকেল)।
৩/রনি দত্ত জয়- বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান(মার্কা-দোয়াত কলম)।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোট ৫ জন, এরা হলেন- ১/ মোঃ শফিকুর রহমান সুমন(মার্কা- মাইক)।
২/ মোঃ সোহাগ মিয়া(মার্কা- টিউবওয়েল)।
৩/ শিশির কর্মকার(মার্কা- চশমা)।
৪/মোঃ শহিদুল ইসলাম(মার্কা- তালা)।
৫/ রাজীব সেন(মার্কা- উড়োজাহাজ)।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোট ২ জন,এরা হলেন-১/ নার্গিস জাহান – বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান(মার্কা- কলম)।
২/ তুলী মন্ডল(মার্কা – ফুটবল)।
প্রার্থীদের মধ্যে দু একজন বাদে সকলেই রাজনৈতিক ব্যাক্তিত্ব।
উল্লেখ্য এখানকার হাট বাজার দোকানপাট এবং লোকসমাগম জমায়েতের নির্দিষ্ট স্থানগুলোতে এবং বিভিন্ন এলাকার ধর্মীয় উপাসনালয়ে বিভিন্ন আচার অনুষ্ঠানে নির্বাচনের বিভিন্ন প্রার্থীদয় বিভিন্ন সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা মেনে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন।এ যাবৎ এই এলাকায় নির্বাচন উপলক্ষে কোন প্রার্থীর পক্ষ থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।তবে কোনো প্রার্থী টাকা উড়াচ্ছেন ভোট পাওয়ার জন্য আবার কোনো প্রার্থী ভাল মানুষ, সততার পরিচয়ে ভালবাসা কুড়াচ্ছেন ভোটারদের কাছ থেকে।এমতাবস্থায় এলাকার সাধারণ জনগন /ভোটারদের একটাই অভিযোগ শোনা যাচ্ছে যে- নির্বাচনের পর কেউ আমাদের চিনেনা এখন তো প্রার্থীরা প্রতিনিয়ত আমাদের খোজ খবর নেয়,ভবিষ্যতেও এরকম ব্যাবহার থাকবেতো?প্রার্থীদের ইস্তেহার অনুযায়ী এলাকার উন্নয়ন হবেতো? যদি হয় তাহলে আমরা অবশ্যই ভোট কেন্দ্রে ভোট দিতে যাবো এবং যোগ্য লোককেই নির্বাচিত করবো।নাম প্রকাশ অনিচ্ছুক এই এলাকার কয়েকজন ভোটার /জনগনকে জিজ্ঞেস করা হলে-কোন কোন প্রার্থীকে আপনারা যোগ্য মনে করেন এবং কোন কোন প্রার্থীকে আপনারা সমর্থন করেন বা কোন কোন প্রার্থীর জনপ্রিয়তা বেশি ?উত্তরে তারা বলেন- জনপ্রিয়তা মোটামোটি সকল প্রার্থীরই আছে।তবে চেয়ারম্যান পদপ্রার্থীদের ক্ষেত্রে আনারস মার্কা ও মোটরসাইকেল মার্কা সমানে সমান অর্থাৎ ৫০/৫০।আর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে মাইক,টিউবওয়েল এবং চশমা মার্কার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবার সম্ভাবনা রয়েছে।আর মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে বেশির ভাগ মানুষের দ্বাবী এবার তুলী মন্ডলের ফুটবল মার্কার বিজয়ের সম্ভাবনা বেশি।এবার দেখার বিষয় নির্বাচনী ফলাফল কোথায় গিয়ে দাড়ায়।
উল্লেখ্য এবারের নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচন প্রথমবারের মতো হতে যাচ্ছে ইভিএম পদ্ধতির মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *