পুকুরে বিষ ছড়িয়ে দিয়ে মাছ মেরে ফেলছে দূর্বৃত্তরা

দেশজুড়ে

অক্টোবর ১, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ

শেখ জাহাঙ্গীর আলম (নরসিংদী জেলা প্রতিনিধি)

নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের গোপিনাপুর গ্রামের বাসিন্দা জনাব খন্দকার হারুন অর রশিদ হারুন (মেম্বার) এর মোট ৩০০ শতাংশের ৩ টি  পুকুরে রাতের আঁধারে দূর্বৃত্তরা বিষ ছড়িয়ে দিয়ে সকল মাছ মেরে ফেলেছে।

খন্দকার হারুন অর রশিদ হারুন (মেম্বার) ছেলে আসিক খন্দকার জানান বিগত  ১০ বছর যাবত পুকুরে বিভিন্ন দেশি-বিদেশি নানা প্রজাতির মাষ চাষ করে আসতেছি। কিন্তু এমন বর্বরোচিত  ঘটনা আগে কখনো ঘটেনি।

গতকাল রাত ৩ টার দিকে কারেন্ট চলে যায়। এতে পুকুরের চতুর্থ পাশে থাকা লাইট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সকালে
পুকুরে গেলে দেখা যায় যে সব মাছ মরে ভেসে উঠছে। সকালে  হঠাৎ সব মাছ মরার কারণ অনুসন্ধানে জানা যায় যে, পুকুরের পানিতে  বিষ মিশ্রণের প্রতিক্রিয়ায় সব মাছ মরে ভেসে উঠছে।
পুকুরে রাতের আঁধারে দূর্বৃত্তরা বিষ ছড়িয়ে দিয়ে সকল মাছ মেরে ফেলেছে।

পুকুরের মালিক খন্দকার হারুন অর রশিদ হারুন (মেম্বার) জানান ৩ টি পুকুরে মধ্যে দুইটিতে  ৩০ হাজার বেশি পাঙ্গাস,  নলা ও তেলাপিয়া মাছ ছিল। আরেকটি পুকুরে বিভিন্ন প্রজাতির  মাছ চাষ  করা হতো সব মিলিয়ে আনুমানিক ২৫-৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
এবং গ্রামের স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে বিচার দাবী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *