রিহ্যাব ইন্টারন্যাশনাল মেলা কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন চলচ্চিত্র ব্যাবসায়ী মোহাম্মদ আলিম উল্যাহ

দেশজুড়ে

মে ৫, ২০২৪ ৯:৩৫ অপরাহ্ণ

শীর্ষ খবর ডেস্কঃ 

দীর্ঘদিন রিহ্যাব নির্বাচন বিহীন চলছিল রিহ্যাব। সাধারণ সদস্যদের আন্দোলনের মুখে এবার ই ২০২৪-২০২৬ এর নির্বাচন হয়, আন্দোলনে মোহাম্মদ আলিম উল্যাহর সক্রিয় ভুমিকা ছিল সবার দৃষ্টিতে ।

মোহাম্মদ আলিম উল্যাহ কানাডা ও বাংলাদেশের নাগরিক, কানাডা থেকেই ২০০৮ সালে বাংলাদেশে রিয়েল ষ্টেট ব্যাবসা শুরু করেন, ২০১২ সালে রিহ্যাবের সদস্য পদ গ্রহন করেন ॥ প্রজেক্ট সম্পন্ন করেন গুলশান রামপুরা মগবজার মালিবাগ এলাকায় ।
মেলা কমিটির চেয়ার ম্যান হয়েই দুবাই মেলার তারিখ ৬,৭ ও ৮ সেপ্টেম্বর ঘোষনা করেন । আগামী বছর আমেরিকা মেলা হবে বলে তিনি আশা ব্যাক্ত করেন ।

মোহাম্মদ আলিম উল্যাহ দীর্ঘ ১০ বছর ধরে জাজ মাল্টি মিডিয়ার সি ই ও হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশা দ্যা লিডার, বেপরোয়া সহ বেশ কয়েকটি সিনেমার প্রযোজনা করেন। আগামী ২৭ সেপ্টম্বর তার গল্পে নির্মিত হয়েছে “ময়না” এবং মুক্তি পাবে । তিনি বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতির ২০১৭- ২০১৯ সালের যুগ্ন সচিব ছিলেন ॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *