শ‌্যামনগ‌রে দুর্ধর্ষ ডাকা‌তি

শ্যামনগরে দুর্ধর্ষ ডাকা‌তি

দেশজুড়ে

মে ৫, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ

নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা)।।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজানগর ইউনিয়নের তারানীপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী মৃত খয়রাত আলী গাজীর পুত্র মোঃ মোসলেম গাজীর বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। মোসলেম গাজী ও তার এস,এস,সি পড়ুয়া ছাত্রী মোছাঃ আকলিমা খাতুন প্রতিবেদককে বলেন , রবিবার রাত্র ২ টার দিকে ৭ সদস্যর একটি ডাকাত দল বাড়ীর প্রাচীর লাফ দিয়ে বাড়ীর ভিতরে প্রবেশ করে। পিছনের কাঠের দরজা কৌশলে খুলে ঘরের ভিতরে প্রবেশ করে মোসলেম গাজী ও তার স্ত্রী মোছাঃ হাফিজা খাতুনকে প্রথমে হাত বাঁধে এবং মুখের ভিতরে গামছা দিয়ে চিৎকার করতে নিষেধ করে। চিৎকার করলে মেয়ের ক্ষতি করবে বলে হুমকি প্রদর্শন করে। ০৫ জন ডাকাত সদস্য ঘরের ভিতরে প্রবেশ করে এবং ২ জন বাইরে থাকে। ডাকাত দল দুই রুমের ভিতরে থাকা আলমারির তালা ভেঙ্গে নগদ আনুমানিক ৭ লক্ষ টাকা, স্বর্ণের অলংকার, ০১ টি স্মার্ট মোবাইল ও ০১ টি হিরো স্পেলেন্ডার মটরসাইকেল লুট করে। পরবর্তীতে আকলিমাকেও বেঁধে ডাকাত দল চলে যায়। আকলিমা হাতের ও মুখের বাঁধন খুলে আত্মীয় স্বজনদের কাছে ফোন করে বিষয়টি জানায়।

ডাকাত দল চলে যাওয়ার সময় পাশের রাস্তার উপরে থাকা একই গ্রামের মৃত আলহাজ্ব শওকত আলী গাজীর পুত্র মোঃ মিলনের ডিসকভার মটরসাইকেলটিও নিয়ে যায়। সংবাদ পেয়ে রবিবার সকালে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনার স্থান পরিদর্শন করেন।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনার স্থান পরিদর্শন করেছি। ডাকাতির সাথে কারা জড়িত তার তথ্য উৎঘাটনের জন্য আমরা কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *