দেশের প্রকৃত জনসংখ্যা আজ জানা যাবে

দেশের প্রকৃত জনসংখ্যা আজ জানা যাবে

জাতীয় স্লাইড

নভেম্বর ২৮, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ণ

দেশের প্রকৃত জনসংখ্যা কত তা আজ জানা যাবে। মঙ্গলবার জনশুমারি ও গৃহগণনা প্রকল্পে চূড়ান্ত প্রতিবেদন দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সংস্থাটির কার্যালয়ে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি থাকবেন।

এছাড়া বিশেষ অতিথি থাকবেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। মূল প্রতিবেদন উপস্থাপন করবেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।

এর আগে, বিবিএস প্রাথমিক প্রতিবেদন দেয়। পরে তৃতীয় পক্ষ হিসাবে যাচাই-বাছাই করে আরো একটি প্রতিবেদন দেয় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

এদিকে সর্বশেষ তথ্যানুযায়ী দেশের জনসংখ্যা দাঁড়ায় ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। গত জুলাইয়ে বিবিএস প্রকাশিত পরিসংখ্যানে যা দেখানো হয়েছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *