আরো ১১ জিম্মিকে মুক্তি দিল হামাস, ছাড়া পেল ৩৩ ফিলিস্তিনি

আরো ১১ জিম্মিকে মুক্তি দিল হামাস, ছাড়া পেল ৩৩ ফিলিস্তিনি

আন্তর্জাতিক স্লাইড

নভেম্বর ২৮, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ণ

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির চতুর্থ দিনে আরো ১১ জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে। এ নিয়ে মোট ৬৯জন জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক সংস্থা রেডক্রস বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার রাতে তাদেরকে মুক্তি দেওয়া হয়।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১১ জিম্মির বিনিময়ে তেলআবিব ৩৩ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে। যাদের মধ্যে তিনজন নারী এবং ৩০জন শিশু রয়েছে। এ নিয়ে দেড়শ’ শিশু ও নারী কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর গত শুক্রবার চারদিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল। এ চুক্তি অনুযায়ী, হামাস ৫০ বন্দিকে মুক্তি দিয়েছে। অপরদিকে ইসরায়েল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। সোমবার ছিল এই চুক্তির শেষ দিন।

যদিও ইসরায়েল হুমকি দিয়ে এসেছে, যুদ্ধবিরতি শেষ হলেই তারা আবারো গাজায় হামলা চালানো শুরু করবে। তবে শেষমুহূর্তে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির মেয়াদ আরো দু’দিনের জন্য বাড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *