সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

দেশজুড়ে

অক্টোবর ২৩, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ

মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা।।

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২২ অক্টোবর) সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখা ও সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। র‌্যালিটি সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাবেশে মিলিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী মরহুমা জাহানারা কাঞ্চন যাঁর মৃত্যুতে সূচনা হয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলন। এরই ধারাবাহিকতায় আজ দেশব্যাপী নিরাপদ সড়ক দিবস পালন করা হচ্ছে। বক্তারা সড়কে শৃঙ্খলা ও জীবনের নিরাপত্তায় নতুন সড়ক নিরাপত্তা আইন চেয়ে বলেন- ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’।

অপরদিকে রঅলি ও সমাবেশ শেষে শহরের পলাশপোলে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এবং নিরাপদ সড়ক চাই এর সহ সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার নির্বাহী সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড় এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সড়ক দুর্ঘটনার কারণে তাজা তাজা প্রাণ ঝড়ে যাচ্ছে। বাস, ট্রাক, ইজি বাইক, মোটর সাইকেল, নসিমন, করিমন, থ্রি হুইলার আমরা ব্যবহার করে যাচ্ছি। সে গুলো ব্যবহার করার কারণে কোন না কোন বিপদের সম্মুখীন হচ্ছে ও জান-মালের ক্ষতি হচ্ছে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে তিনি একাই সংগ্রাম করে নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেন। কিন্তু আজ তিনি একা নন। সরকার সে দাবী গ্রহণ করে তার সাথে একাত্মতা ঘোষণা করে ২২ অক্টোবরকে জাতীয়ভাবে নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দৈনিক দক্ষিনের মশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, নিসচা সাতক্ষীরা শাখার সভাপতি আলহাজ¦ মুহাম্মদ দিদারুল ইসলাম, জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মশিউর রহমান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, মুক্ত স্বাধীন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও নিসচা সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান, কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহঃ অধ্যাপক কে এম আনিছুর রহমান, সহঃ অধ্যাপক মনিরুজ্জামান মনির, সংগঠনের কার্যকরী সদস্য ও সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, সুজন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক সিনিয়র প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, প্রভাষক এস এম রজব আলী, নিসচা সাতক্ষীরা জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক তৌফিকুজ্জামান লিটু, প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুস সামাদ। আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মহিদার রহমানের নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় নিরাপদ সড়ক দিবসের পোস্টার লাগানো হয়। সড়ক দুর্ঘটনা রোধে করণীয়, সড়ক দুর্ঘটনার কারণ, অভিভাবক ও শিক্ষক হিসেবে দায়িত্ব, জন-সাধারণ হিসেবে করণীয়, পথচারী হিসাবে দায়িত্ব, যাত্রী হিসেবে দায়িত্ব, গাড়ি চালক হিসাবে দায়িত্ব, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কারণীয় দিক তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *