উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

দেশজুড়ে

অক্টোবর ২৩, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী তানিয়া খাতুনকে হত্যার অভিযোগে স্বামী আজিজুল ভূইঁয়া (৩০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ আবুল বাশার মিঞা এই কারাদণ্ড প্রদান করেন। দন্ড প্রাপ্ত আজিজুল ভুইঁয়া উপজেলার কয়ড়া হরিশপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা (জেবা রহমান ) এ তথ্য নিশ্চিত করে বলেন, ৩০৪ ধারা (প্রথম অংশ) অধিন দন্ড যোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে আসামী আজিজুল ভুইঁয়া কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে উল্লাপাড়া উপজেলার পশ্চিম ভদ্রলোক গ্রামের তানিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় ফার্নিচার ব্যবসায়ী আজিজুল ভুইঁয়ার। বিয়ের পর আজিজুল ভুইঁয়া অন্য এক নারীর সঙ্গে পরোকিয়া প্রেমে জড়িয়ে পড়েন, এতে স্ত্রী তানিয়া বাধা দিলে উভয়ের মধ্যে মনোমালিন্য শুরু হয় তার পর থেকে তানিয়াকে মারপিট করতো আজিজুল।

২০২১ সালের ২৫ জানুয়ারি দুপুরে আজিজুল ভুইঁয়া তার স্ত্রী তানিয়াকে মারপিট করে একপর্যায়ে তানিয়া মৃত্যু হয় এ ঘটনায় তানিয়ার মা সেলিনা বেগম বাদী হয়ে সাত জনের নামে উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন

মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজিজুল ভুইঁয়া কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *