বঙ্গবন্ধুর কুটুক্তিকারী সোহেলের উপযুক্ত শাস্তির দাবি

দেশজুড়ে

আগস্ট ২১, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ

বঙ্গবন্ধুকে নিয়ে কুটুক্তি করায় ২০২২ সালে আলিমুল্লাহ খোকন সোহেল রানার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। যার মামলা নং ১০৩। দীর্ঘদিন পলাতক থাকার পর বঙ্গবন্ধুর কুটুক্তিকারী সোহেল রানা গত ২৪ জুলাই স্ব-শরীরে বাদির অনুপস্থিতে কোর্টে হাজির হয়। কোর্টে হাজির হয়ে সোহেল রানা জামিন প্রার্থনা করে। এসময় আদালাত তাকে অস্থায়ী জামিন মঞ্জুর করে মামলা চলমান রাখে এবং ২১শে আগষ্ট মামলার শুনানির তারিখ ঘোষণা করে। সেই সুবাদে আজ ২১ আগষ্ট আদালতে হাজির হয় মামলার বাদি আলিমুল্লাহ খোকন এবং মামলার বিবাদী সোহেল রানা। এসময় সোহেল রানার আইনজীবি মামলার বিবাদী সোহেল রানার স্থায়ী জামিন প্রার্থনা করে। কিন্তু আদালত পূর্বের ন্যায় তাকে অস্থায়ী জামিনে রেখে মামলা চলমান রাখে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় এই সেই সোহেল রানা যার বিরুদ্ধে রয়েছে রিহ্যাবের নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগ।
আলিমুল্লাহ খোকন বলেন, আমি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে বড় হয়েছি। আর আমার সামনে তাকে কেউ কুটুক্তি করবে সেটা আমি মানতে পারিনা। যেমনটা নিজের বাবার অপমান সহ্য করতে পারিনা। যিনি গোটা বাঙালী জাতীর মুক্তির পথ। যিনি না থাকলে পেতামনা স্বাধীনতার স্বাধ। সেই ছিল আমাদের মুক্তির দূত। অথচ তাকে কেউ কুটুক্তি করবে এটা আমি কখনই মানতে পারিনি। তাই আমি এই্ বঙ্গুবন্ধুর কুটুক্তিকারীর আইনের মাধ্যমে উপযুক্ত বিচার চাই। মামলা চলমান রয়েছে। আমি আশা করি খুব শিগ্রিই এই মামলার রায় ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধুর কুটুক্তিকারীর উপযুক্ত শাস্তির ফয়সালা হবে। আমার সাথে অনেকই একমত হয়েছেন। যার ফলে এই সোহেলে শাস্তির জন্য দেশ ও দেশের বাহিরে বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা করেছে। তাই এটা এখন আমার একার নয় সকলের দাবি এই বঙ্গবন্ধুর কুটুক্তিকারী সোহেলের দ্রুতই উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *