সুশিক্ষিত জনপদ গড়তে ভূমিকা রাখছে নাইক্ষ্যংছড়ির তুলাতলি বিদ্যালয়

দেশজুড়ে

সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার :

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মো. ইনামুল হক বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি ততই উন্নত। প্রান্তিক জনপদ দোছড়ি ইউনিয়নের তুলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার আলোকবর্তিকা নিয়ে এগিয়ে চলছে। অদুর ভবিষৎ এই জনপদ সুশিক্ষিত জনপদে পরিনত হবে। এই জনপদ একবার শিক্ষার চুড়ান্ত শিখরে আরোহন করলে এই জনপদের ক্রমবর্ধমান উন্নতি উপজেলা, জেলা ছাড়িয়ে সারাদেশে ছড়িয়ে পড়বে।

নাইক্ষ্যংছড়ির দোছড়ি তুলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষ্যে অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপজেলা কৃষি অফিসার মো. ইনামুল হক।

২৪ সেপ্টেম্বর বিকালে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইরফান মাহাবুব রায়হান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিছ।

সহকারী শিক্ষক মুহাম্মদ আবু সালেহ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মুহাম্মদ হোসেন লালু,শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি আবু বক্কর, দোছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাঈনুল ইসলাম রিয়াজু প্রমুখ।

২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষ্যে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে কয়েকশত অভিভাবক অংশগ্রহণ করেন। পরে উপস্থিত সকল অতিথি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সৌজন্যে মধ্যহ্নভোজে অংশ নেন।

/এসএস/শীখ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *