শালচুড়া এলজিএসপি'র রাস্তার ঢালাই কাজের উদ্বোধন

শালচুড়া এলজিএসপি’র রাস্তার ঢালাই কাজের উদ্বোধন

দেশজুড়ে

নভেম্বর ১৫, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামে এলজিএসপি ৩ প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ ও ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৫ নভেম্বর, মঙ্গলবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে ঢালাই কাজের উদ্বোধন করেন নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান রুকুনুজ্জামান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, কার্যসহকারি নজরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক হেদা, ইউপি সদস্য হামিদুল্লাহ, ইউপি সদস্য রশিদুর রহমান খান, ইউপি সদস্য মমিন হোসেন, ইউপি সদস্য বাবুল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, এলজিএসপি ৩ প্রকল্পের আওতায় প্রায় ৫ লাখ টাকা ব্যায়ে আব্দুলের বাড়ি থেকে নুর ইসলামের বাড়ি পর্যন্ত ৮০ মিটার রাস্তা নির্মান করা হয়।

রাস্তাটি নির্মাণ করায় শালচুড়া গ্রামবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো। দোয়া মাহফিলের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান বলেন অবশিষ্ট রাস্তা জেলা পরিষদের বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে করে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *