চলে গেলেন প্রফেসর ড. এ. আর. এম. আলী হায়দার মুর্শিদী

দেশজুড়ে

মে ৯, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,

শুক্রবার ৫ এপ্রিল রাজধানীর স্কয়ার হাসপাতালে আসরের পর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন প্রফেসর ড. এ. আর. এম. আলী হায়দার মুর্শিদী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ভারতের মুর্শিদাবাদে ১৯৪৬ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ৭৬ বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। কর্মজীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর এবং বিভাগের সাবেক চেয়ারম্যান। এছাড়াও তিনি আহসানিয়া হজ্জ মিশনের মেম্বার, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ এর লাইফ মেম্বার, প্রিমিয়ার ব্যাংক এর শরীয়াহ বোর্ডের সদস্য ছিলেন।

তাঁর প্রকাশিত বই গুলো হলো, আল্লাহর সাথে দীদার, দিকদর্শন, ওজীফাতুল মুস‌লিমীন বা ইস‌মে আজম।এছাড়াও তাঁর পান্ডুলিপি আকারে কিছু বই রয়েছে যা এখনো প্রকাশ হয়নি। বইগুলো হলো, ইসলামের আকাশে তারকা, বিশ্ব প্রভাত আলো।

শনিবার ৬ এপ্রিল যোহর বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জানাযায় উপস্থিত ছিলেন, ড. আ র ম আলী হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ড. মো. আখতারুজ্জামান, ইসলাম আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) মুহাম্মদ সামাদ, ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হুজুরের ছেলে শাহ নেছারুউদ্দিন আহমদ হুসাইন এবং শাহ নেছারুল্লাহ, নেছারাবাদ দরবার শরীফের পীর মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ খ ম আবু বকর সিদ্দিক, নেছারিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দীন সরকার সালেহী, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রুহুল আমীন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ছানাউল্লাহ, মাওলানা উসমান গনি, মির্জা শোয়েবুর রহমান বেগ, মির্জা কেফায়েতুর রহমান বেগ, ড. শাহ আব্দুর রাহিম, অধ্যাপক শরিফ মুহাম্মদ মুনির, ব্যারিস্টার এবিএম ছিদ্দিকুর রহমান খান, জনাব আহমদ হাসান চৌধুরী ফুলতলী, জনাব মাশুক আহমেদ, ড. খাইরুল ইসলাম, ড. তাজাম্মুল হক, এ‌্যাডঃ মুহাম্মদ মনিরুজ্জামান (ডিরেক্টর পুষ্পধারা প্রোপার্টিজ লি. এবং সম্পাদক শীর্ষ খবর), মোহাম্মদ আলী রেজা (‌সে‌ক্রেটারী জেনা‌রেল, গুলবাগিচা প্রো‌পা‌র্টিজ লিঃ)। এছাড়াও উপস্থিত ছিলেন মরহু‌মের দুইছেলে হা‌ফেজ মাওলানা শাহ মোহাম্মদ আবু আদম ও আবুল বারাকাত সোহাগ, ওনার সহকর্মীবৃন্দ সহ অনেকে।
জানাযা শেষে তাঁর বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত ক‌রেন ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের খতীব ও মরহু‌মের বড় জামাতা ড. মাওলানা সৈয়দ এমদাদ উ‌দ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *