ফরিদ মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনভোজন অনুষ্ঠিত

ফরিদ মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনভোজন অনুষ্ঠিত

শিক্ষা

ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল

ফরিদ মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বনভোজন ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি, শুক্রবার বিদ্যালয় মাঠে এই বনভোজনের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ২৪০ জন শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ এই বনভোজনে অংশগ্রহণ করেন।

বনভোজনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র যুগ্ম সচিব শাহ মোঃ আবু রায়হান আলবেরুনী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার পারভেজ, ঘাগড়া দক্ষিণপাড়া এফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল হক বিএসসি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, সাপ্তাহিক শীর্ষ খবর সম্পাদক ও পুষ্পধারা প্রপার্টিজ লিঃ এর ডিরেক্টর অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), শাহনাজ রায়হান রুবী, জান্নাতুল ফেরদৌস লাবণ্য, মমতাজ বেগম, মুশবা জামান সামাবি, ঝিনাইগাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শাহ মো: আতাউর রহমান, সাবেক প্রধান শিক্ষক মৌলভী মো: সোহরাব আলী কাজী, সহকারী শিক্ষক তাহমিনা আক্তার, শিক্ষক নেতা মাসুদ হাসান শাহীন, জুলগাঁও স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক হামিরা আক্তার, কাজলী আক্তার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

দুপুরের খাবারের পর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *