বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ঝিনাইগাতীতে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকগণকে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ঝিনাইগাতীতে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকগণকে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষা স্লাইড

ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ

হারুন অর রশিদ দুদু, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া দক্ষিণপাড়া ক্লাস্টারের আয়োজনে ১১ ফেব্রুয়ারি, শনিবার বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র যুগ্ম সচিব শাহ মোঃ আবু রায়হান আলবেরুনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম, সাপ্তাহিক শীর্ষ খবর সম্পাদক ও পুষ্পধারা প্রপার্টিজ লিঃ এর ডিরেক্টর অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)।

অনুষ্ঠানে ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ২৩ জন শিক্ষককে বিদায় ও ঘাগড়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন কৃতি প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এই ৪ জন প্রাক্তন শিক্ষার্থীরা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র যুগ্ম সচিব শাহ মোঃ আবু রায়হান আলবেরুনী, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম, সাপ্তাহিক শীর্ষ খবর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মাদ মনিরুজ্জামান (শাশ্বত মনির)।

অনুষ্ঠানের শুরুতেই তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরণ পরিয়ে বরণ করে নেওয়া হয়।

সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে শাহ মো: আবু রায়হান আলবেরুনী বলেন, দুর্দিনে যারা পাশে থাকেন তারা প্রত্যেকে কোনো না কোনো ভাবে প্রতিদান পান।

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ঝিনাইগাতীতে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকগণকে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শাশ্বত মনির বলেন, তোমরা অনেক বড় হবে। শিক্ষকদের সম্মান করতে হবে। মা-বাবার কথা শুনতে হবে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ঝিনাইগাতীতে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকগণকে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ ওবায়দুল্লাহ বলেন, মেধা আছে বলেই প্রতিষ্ঠিত হয়েছেন প্রতিষ্ঠিতরা। তবে সেক্ষেত্রে শিক্ষক-অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ঝিনাইগাতীতে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকগণকে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডাঃ সাইফুল ইসলাম বলেন, পরিশ্রম করেছি, গুরুজনদের সম্মান করেছি, তাদের কথা মান্য করেছি বলেই হয়তো আজ ডাক্তার হওয়ার সুযোগ পেয়েছি।

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ঝিনাইগাতীতে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকগণকে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম বলেন, অনেক প্রতিকূলতার মধ্যেও আমরা শিক্ষা থেকে বিমুখ হইনি। তোমরা তো অনেক সুযোগ-সুবিধা পাচ্ছো। তোমরা যেন শিক্ষা থেকে দূরে সরে না যাও সেজন্য জননেত্রী শেখ হাসিনার সরকার সকল ব্যবস্থা নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার পারভেজ, ঘাগড়া দক্ষিণপাড়া এফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল হক বিএসসি, ময়মনসিংহের ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রুবেল মাহমুদ, ঝিনাইগাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ হাসান, ঝিনাইগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহুরুল ইসলাম মিলন, মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসাইন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সোহরাওয়ার্দী আলম, সাধারণ সম্পাদক এস এম রমজান, ঘাগড়া কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, ঘাগড়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: মুনছুর আলী এবং ঘাগড়া দক্ষিণপাড়া এফ রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: অভিনুর ইসলাম।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইগাতী উপজেলা শাখার প্রকাশনা সম্পাদক মো: মুজিবুর রহমান, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ দুদু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম রাব্বানী টিটু, গ্রামীণ ব্যাংকের হাতীবান্ধা ঝিনাইগাতী শাখার ব্যবস্থাপক মামুনুর রশীদ, দিনমনি খেলাঘর আসরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বেবিন সহ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকাবাসী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, সহকারী শিক্ষক জাকির হোসেন ও শামীমা আক্তার। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *