গজারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গজারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

জুন ১৯, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ

মিলন সরদার

দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মুন্সীগঞ্জ জেলা শাখার অন্তর্গত গজারিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ‍জুন, রবিবার বিকাল ৪টায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি মেঘনা ভিলেজে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

গজারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক হাজী মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট সালমা হাই টুনি, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম মুন্সি, মোহাম্মদ ফয়সাল, জাতীয় পরিচয় সদস্য এডভোকেট সানিয়েল আরেফিন, মেহেরুন্নেসা উত্তরা, অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল্ মাহমুদ বাবু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু। সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ সারোয়ার আহম্মেদ ফরাজী।

গজারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মৃণাল কান্তি দাস বলেন, মুন্সিগঞ্জের জেলা আওয়ামী লীগের সাবেক জাতীয় সাংসদ এ ক ম শামছুল হুদা গজারিয়া আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি সোলেমান সরকার ও ছালাইদিন কবির মাস্টার বোরানউদিন মিয়জী কুনদু চেয়ারম্যান মালেক চেয়ারম্যান আব্দুল বাতেন কামরুল ইসলাম ফিরোজি রফিকুল ইসলাম সহ আরো অনেক । তারা এই সংগঠনে ভুমিকা পালন করেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি আরো বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে সামনের নির্বাচনে আরো শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, আগামী নির্বাচনে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগকে কঠোর হতে হবে। যারা ধর্ম নিয়ে কথা বলেন আওয়ামী লীগের কাজ করে থাকেন তাহলে এই ৫০ বছরে শুধু আওয়ামী লীগ কাজ করেছে। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে ৫৬০টি মসজিদ নির্মাণ করেছে। উপমহাদেশের আর কেউ ধর্ম নিয়ে এত কাজ করেন নাই। সকল মানুষকে তিনি ভালোবাসেন। মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সহ সবাইকে নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।

গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, আজকে বিএনপি ক্ষমতায় বসতে দেশ-বিদেশের দ্বারে দ্বারে ঘুরছে। আমরা তাদেরকে বলতে চাই আপনারা নির্বাচনে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন হবে গ্রহণমূলক। সাহস থাকলে আপনারা নির্বাচনে আসেন। যদি আপনার জয়লাভ করেন তাহলে আপনাদের ফুলের মালা দিয়ে বরণ করব। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নাই। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সারা বাংলাদেশে শক্তিশালী সংগঠন ও আগামী নির্বাচন হবে তারা শক্তিশালী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেফায়েত উল্লাহ খান তোতা (সিআইপি), মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাজহারুল হক তপন, বিশিষ্ট ব্যবসায়ী মমিনুল হক টিটু, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মুন্সিগঞ্জে চারবার শ্রেষ্ঠ চেয়ারম্যানের উপাধিপ্রাপ্ত ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোহাম্মদ লিটন, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, হোসেন্দী ইউনিয়ন পরিষদের তিন তিনবারের হ্যাটট্রিক চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মনিরুল হক মিঠু, বাউশিয়া ইউনিয়ন পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রধান সহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড এর বিপুল সংখ্যক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *