এই নির্বাচনে অংশগ্রহণের অর্থই হলো নির্বাচনী আত্মহত্যাঃ রিজভী

রাজনীতি

নভেম্বর ২১, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এ নির্বাচন কমিশন কী করে গ্যারান্টি দিতে পারে যে, এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে? যাদেরকে আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতেই নিয়োগ দেওয়া হয়েছে, তারা তো এটাই বলবে, যা বাস্তব সত্য। কারণ, প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের রক্ত পরীক্ষা করে তাদেরকে কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও এটি হবে প্রতিদ্বন্দ্বিতাহীন একদলীয় বাকশালী নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণের অর্থই হলো নির্বাচনী আত্মহত্যা।

ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।

নির্বাচন কমিশন যে সরকারের পথরেখা অনুসারে চলবে, তার প্রমাণ তারা দিচ্ছে। সরকারের সাজানো প্রশাসনে কোনো রদবদল করবে না বলে তারা জানিয়েছে। তাদের জন্য এটাই স্বাভাবিক।

রিজভী বলেন, নির্বাচনের আগে মাঠ ফাঁকা করার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের শুধু মিথ্যা মামলায় গ্রেপ্তারই নয়, পুরনো মামলায় সাজা দেওয়ার হিড়িক শুরু হয়েছে। তরুণ এসব নেতাকে যদি সাজা দিয়ে আটকে রাখা যায়, তাহলে শেখ হাসিনার অবৈধ মসনদ টিকে থাকবে বহুদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *