ইবিতে কুরআনিক পরিভাষায় বৈজ্ঞানিক ব্যাখ্যা বিষয়ক সেমিনার

ইবিতে কুরআনিক পরিভাষায় বৈজ্ঞানিক ব্যাখ্যা বিষয়ক সেমিনার

শিক্ষা

জুন ১৯, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ

মংক্যচিং মারমা, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দাওয়াহ’ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফিতরা সম্পর্কিত কুরআনিক পরিভাষায় বৈজ্ঞানিক ব্যাখ্যা বিষয়ক সেমিনার।

সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের চতুর্থ তলায় ৪২৭ নং হল রুমে সকাল ১০ টা থেকে সেমিনারের কার্যক্রম শুরু হয়।

এসময় দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: ওয়ালিউল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এইস এ এন এম এরশাদুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানসিক হাসপাতাল ইউকে এর একাডেমী ২১ এর নির্বাহী চেয়ারম্যান প্রাক্তন ডেপুটি ম্যানেজার মি. জিয়াউল হক। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন ও বর্তমান দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহমান আনোয়ারী। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী সেমিনারে উপস্থিত ছিলেন।

উক্ত সেমিনারে বক্তারা পবিত্র কুরআনে ফিতরাহ্ নিয়ে আলোচনাকে বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করেন এবং সমাজে এর গুরুত্ব তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *