ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলা, নিহত ১১

আন্তর্জাতিক

মার্চ ১২, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ণ

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ছোট শহরসহ পোর্ট সিটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

হুথি পরিচালিত টেলিভিশন আল মাসিরার খবরে বলা হয়েছে, ইয়েমেনের হোদেইদা  এবং রাসইসা বন্দরে ১৭ বার বিমান হামলা চালানো হয়েছে।

গত বছরের নভেম্বর গাজায় ইসরাইলি হামলার বিরোধিতা করে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লোহিত সাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এ হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলায় এই প্রথম ইয়েমেনে বেসামরিক নাগরিক প্রাণ হারাল। হামলাটি এমন একসময় চালানো হলো, যখন পবিত্র রমজান মাস শুরু হয়েছে।

এদিকে ব্রিটেন ও মার্কিন জোটসহ অন্যরা হুথিদের ওপর হামলা চালানোর পর লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার প্রচার আর বেশি বেড়েছে।

গত বুধবার এডেন বন্দরের উপকূলে বারবাডোস পতাকাবাহী একটি জাহাজে হামলা চালায় হুথিরা। ওই হামলায় জাহাজের তিন ক্রু নিহত হয়। এ ছাড়া গত ১৮ ফেব্রুয়ারি রুবিমার জাহাজে হামলা চালালে ওই জাহাজটি পরবর্তীতে ডুবে যায়।

এমন পরিস্থিতিতে অনেক জাহাজ লম্বা পথে ঘুরে আফ্রিকা হয়ে যাচ্ছে। এত বেড়েছে জাহাজের ভাড়াও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *