রুম হিটার ব্যবহারের আগে জানুন বিস্তারিত
লাইফস্টাইল স্পেশাল

নভেম্বর ২, ২০২৩ ৯:৪৫ পূর্বাহ্ণ

আর মাত্র কয়েকদিন পর দেখা মিলবে শীতের। কিন্তু এরই মধ্যে শীতের হালকা পরশ গায়ে লাগতে শুরু করেছে। তবে শীত আসতেই অনেকে ব্যবহার শুরু করেন রুম হিটার। এটি তাৎক্ষণিক ঘর গরম করে বলে শীতে এর চাহিদা বাড়ে। অধিকাংশ হিটারের ভেতরেই গরম ধাতুর পাত বা সিরামিক কোর থাকে। ঘরের তাপমাত্রা বৃদ্ধির জন্য গরম হাওয়া বের করে এটি।

বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও এখন শীতকালে রুম হিটার ব্যবহারের প্রচলন বেড়েছে। যারা প্রথমবারের মতো রুম হিটার কিনবেন, তাদের বেশিরভাগই জানেন না এর দাম, ব্যবহার বিধি, উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। তবে চিন্তার কোনোই কারণ নেই; চলুন বিস্তারিত জেনে নিই-

দাম কত?

বর্তমানে বাজারে ১৫০০-৪০০০ টাকার মধ্যে বিভিন্ন ব্রান্ডের রুম হিটার পাওয়া যাচ্ছে। তাই আপনার যদি বাজেট কম হয় ও কম দামে ভালো মানের একটি রুম হিটার কিনতে চান তাহলে দেখে, শুনে এবং বুঝে আপনার পছন্তেরটি নিতে পারেন।

রুম হিটার ব্যবহারের নিয়ম

> রুম হিটার চালু করার পর ঘরের তাপমাত্রা গরম হতে থাকে। ঘর পর্যাপ্ত গরম হলে হিটার বন্ধ করে দিতে হবে।

> রুম হিটারটি শিশুদের নাগালের বাইরে রাখুন। ঘরের ফাঁকা অংশে হিটার রাখাই বুদ্ধিমানের কাজ।

> ঘরের দরজা-জানালায় ফাটল কিংবা ছিদ্র থাকলে তা বন্ধ করে তারপর হিটার চালু করুন।

> রুম হিটার একটানা ৩-৪ ঘণ্টা চালিয়ে রাখলেই হয়। সব সময় রুম হিটার চালিয়ে রাখলে বিদ্যুৎ বিলও বাড়বে আবার শারীরিক বিভিন্ন সমস্যাতেও ভুগবেন।

অতিরিক্ত রুম হিটার ব্যবহারের ক্ষতিকর দিক

যেকোনো ইলেকট্রনিক্স পণ্য অধিক পরিমাণে ব্যবহার করলে কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়। ঠিক তেমনই অতিরিক্ত রুম হিটার ব্যবহারেও শরীরে কিছু সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন কী কী-

> ঘরের আর্দ্রতা কমে যায় ও ত্বকের শুষ্কতা বাড়ে

> যাদের অ্যালার্জি বা সোরিয়াসিসের সমস্যা আছে তাদের শরীর চুলকাতে পারে

> ভুলেও হিটারের পাশে বসবেন না। অ্যাজমার রোগীরা রুম হিটারের কারণে ক্ষতির মুখে পড়তে পারেন।

> এছাড়া ব্রঙ্কাইটিস ও সাইনাসের রোগীরাও এই যন্ত্রের কারণে সমস্যায় পড়তে পারেন। হিটারের বাতাস এসব রোগীর ফুসফুসে কফ জমাতে শুরু করে।

এ কারণে হাঁচি-কাশি হতে পারে। আবার ফুসফুসে জমে থাকা কফ শুকিয়ে গেলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *