ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে এই কাজগুলো না করলেই সর্বনাশ

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে এই কাজগুলো না করলেই সর্বনাশ

লাইফস্টাইল স্পেশাল

এপ্রিল ১৫, ২০২৩ ৮:২৬ পূর্বাহ্ণ

কয়েকদিন পরই ঈদুল ফিতরের লম্বা ছুটি। এই ছুটিতে ইট-কাঠের নগরী ছেড়ে নাড়ির টানে বাড়ির পথে ছোটেন সবাই। কিন্তু বাড়িতে যাওয়ার আগে রয়েছে কিছু অবশ্যই করণীয় কাজ। এসব কাজ না করলেই হতে পারে সর্বনাশ।

তাই পাঠকরা একনজরে জেনে নিন এসব গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে-

বাসা থেকে বের হওয়ার আগে করণীয় হলো
১. ঘরের বিদ্যুতের সুইচগুলো অফ করে দেওয়া।
২. জানালাগুলো ভালোভাবে আটকে দেওয়া।
৩. বেলকনিতে বাগানের গাছে পর্যাপ্ত পানি দিয়ে যাওয়া।
৪. বাড়ি, অফিস, সব ধরনের প্রতিষ্ঠানের টয়লেটের কমোড ঢেকে রাখা।
৫. রেফ্রিজারেটরের পানি ফেলে শুকিয়ে রেখে যাওয়া।
৬. এয়ার কন্ডিশনারের পাইপের পানি পরিষ্কার করে রেখে যাওয়া।
৭. সব ধরনের পাত্রের পানি ফেলে পরিষ্কার করে উল্টে রাখা।

এছাড়া
৮. পানির ট্যাংকের ঢাকনা বন্ধ করে রেখে যাওয়া।
৯. বাড়িতে নেয়ার ব্যাগপত্র গুছিয়ে দরজার কাছে রাখা।
১০. রান্নাঘর বা টয়লেটের পানির কল ভালোভাবে বন্ধ করা।
১১. গ্যাসের চুলা ভালোভাবে বন্ধ করা।
১২. গ্যাস লাইন এবং মিটার ভালোভাবে পরীক্ষা করা।
১৩. বের হওয়ার সময় প্রধান দরজা ভালোভাবে তালা দেওয়া।
১৪. তালা দেওয়ার পর ঘরের প্রয়োজনীয় চাবি অবশ্যই সঙ্গে নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *