হলের বিদ্যুৎবিল না ওঠায় বন্ধ করে দেওয়া হলো দীঘির ছবি!

হলের বিদ্যুৎবিল না ওঠায় বন্ধ করে দেওয়া হলো দীঘির ছবি!

বিনোদন

ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৯:৪৯ পূর্বাহ্ণ

 

আব্দুস সামাদ খোকন পরিচালিত সিনেমা ‘শ্রাবণ জোৎস্নায়’ শুক্রবার মুক্তি পেয়েছে। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জোৎস্নায়’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও গাজী আব্দুন নূর। মুক্তির দিন থেকে সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হচ্ছে- এমনই এক প্রতিবেদন প্রকাশ্যে আসে।

এ ঘটনায় বুলিংয়ের শিকার হয়েছেন দীঘি। সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘির পাশে দাঁড়িয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ভাবনা।

ভাবনা লিখেছেন- একটি ছবি মুক্তি পেয়েছে ‘শ্রাবণ জোৎস্নায়’। কাহিনি ইমদাদুল হক মিলন ও পরিচালক আব্দুস সামাদ খোকন। এটি সরকারি অনুদান পাওয়া ছবি। অনলাইনে শিরোনাম করেছে এ ছবির নাকি বিদ্যুতের বিলও না ওঠায় হল থেকে ছবি নামিয়ে দিয়েছেন হল মালিকেরা। সেখানে দীঘির ছবি দিয়ে তাকে এমনভাবে বুলিং করা হচ্ছে যেন ছবি না চলার দায় এই অভিনেত্রীর।

ভাবনা বলেন, অনেক ভালো সিনেমা দেশে-বিদেশে সুনাম অর্জন করার পরেও প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক গ্রহণ করে না। দর্শকের দায় নেই যে সব সিনেমা তাদের পছন্দ করতে হবে।

অভিনেত্রীর কথায়, যাকে আঘাত দেওয়া সহজ আমরা তাকেই আঘাত দিতে পছন্দ করে থাকি। আমার প্রথম সিনেমা রিলিজের পর আমাকে এত সাইবার বুলিংয়ের স্বীকার হতে হয়েছিল যে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *