সাকিবের চোখ পরীক্ষা করানো উচিত: গাভাস্কার

সাকিবের চোখ পরীক্ষা করানো উচিত: গাভাস্কার

খেলা

ডিসেম্বর ২৫, ২০২২ ১০:২১ পূর্বাহ্ণ

ঢাকা টেস্টে বাংলাদেশকে হারাতে আর ১০০ রানের দরকার ভারতের। আর বাংলাদেশের জিততে ভারতের ৬ উইকেট তুলে নেয়া দরকার। ম্যাচের চতুর্থ দিনেই এই ফলাফল দেখা যাবে বলে মনে হচ্ছে।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই দৃষ্টিকটুভাবে আউট হন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তার এই আউটের ধরন নিয়ে সমালোচনা করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।

সুনীল গাভাস্কার বলেন, সাকিব যে শট খেলে আউট হয়েছেন, সেগুলো তার খেলা অপ্রয়োজনীয় ছিল। সাকিব এ ধরনের শট না খেললেও পারতেন।

দ্বিতীয় টেস্ট চলাকালীন সনি স্পোর্টসের সঙ্গে আলাপনে গাভাস্কার বলেন, সাকিবের বয়স কত? আমার মনে হয় তার চোখ পরীক্ষা করানো উচিত। তিনি দুই ইনিংসেই যেভাবে ড্রাইভ করে আউট হয়েছেন, তার একটিও ড্রাইভ করার মতোন বল ছিল না।

তিনি বলেন, আমাকে দয়া করে ভুল বুঝবেন না। আমি সাকিবকে অসম্মান করে কিছু বলছি না। তিনি যে বলগুলো ড্রাইভ করেছেন সেগুলো ধীরগতির বল ছিলো না, দুটি বলই দ্রুতগতির ছিল।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *