রেকর্ড তাপপ্রবাহের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী

রেকর্ড তাপপ্রবাহের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী

রাজনীতি

এপ্রিল ২৭, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ণ

 

দেশে চলমান রেকর্ড তাপপ্রবাহের জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রাজধানীর খেটে খাওয়া মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, দেশে রেকর্ড পরিমাণ তাপপ্রবাহের জন্য সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী। ১৫ বছর ধরে দেশে নির্বিচারে বন দখল ও বন উজাড় হয়েছে। এ কারণে পরিবেশ ভয়ংকর রূপ নিয়েছে।

তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে অতি দ্রুত সরকারের পতন এখন জনদাবি। সরকার পদত্যাগ করলেই দেশের পরিস্থিতির উন্নয়ন হবে।

দেশে চলমান তাপপ্রবাহ নিয়ে শুক্রবার (২৬ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ১৯৪৮ সাল থেকে এক বছরে তাপপ্রবাহের দিনের রেকর্ড ভেঙেছে। গত ৭৬ বছরের ইতিহাসে দেশে এবারই প্রথম দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *