ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ নির্বাচনে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী বাদশা

দেশজুড়ে

এপ্রিল ২৭, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল

ঝিনাইগাতী (শেরপুর) : আসন্ন ষষ্ঠ ধাপের ৮ মে অনুষ্ঠিত ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম বাদশা। ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তিনি নির্বাচনী প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন। কর্মি সমর্থকদের নিয়ে গ্রামে গঞ্জে, পাড়া- মহল্লায় গিয়ে ভোট প্রার্থনা করে আসছেন। বিগত দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। তিনি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরে উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দ্বায়িত্ব পালন করেন। এবারেও দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ জন প্রার্থীর মধ্যে তিনি সকলের চেয়ে বায়োজৈষ্ঠ । তিনি জনপ্রিয়তার দিক থেকে সবার শীর্ষে। আমিনুল ইসলাম বাদশা জনপ্রতিনিধিত্বের শুরু থেকেই উপজেলার বিভিন্ন স্থানে সামাজিক আচার অনুষ্ঠানে তিনি মনোযোগ সহকারে যোগদান করেন। তিনি একজন দানবীর ও গরিব দুঃখী মানুষের নয়নের মণি। বিপদ-আপদে কোন মানুষ তার কাছে হাত বাড়িয়ে কেউ কোনদিন খালি তাহে ফেরেন্নি। উপজেলার সীমান্তে বন্য হাতির তাণ্ডব থেকে এলাকার জান-মাল ও খেতের ফসল রক্ষার্থে এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি প্রতিনিয়ত হাতির সাথে যুদ্ধ করে আসছেন। ব্যক্তি উদ্যোগে তিনি হাতি কবলিত এলাকার মানুয়ের মাঝে মশালে ব্যবহারের জন্য কেরোসিন তেলও টর্চ লাইট বিতরণ করে আসছেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। বিগত পাঁচ বছরে তিনি আবারো জনগণের মাঝে তার গুরুত্ব প্রতিফলিত হয়। আমিনুল ইসলাম বাদশা বিএনপি’র রাজনীতির সাথে জড়িত থাকলেও সীমান্তের মানুষের বক্তব্য হচ্ছে আমরা আওয়ামী লীগ-বিএনপি কিছুই বুঝিনা। আমাদের বিপদ-আপদে যে পাশে থাকে আমরা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবো। সীমান্ত এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। বর্তমানে আমিনুল ইসলাম বাদশা ভোটারদের সমর্থন আদায়ের জন্য ভোর থেকে গভীর রাত পর্যন্ত গ্রামেগঞ্জে হাট বাজার ও পাড়া মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে আসছেন। ব্যস্ত সময় পার করছেন। আমিনুল ইসলাম বাদশা বলেন আমার জনপ্রতিনিধিত্বের শুরু থেকে আমাকে দেয়া জনগণের ভোটের আমানত আমি কোনদিনও খেয়ানত করিনি। কোনদিন করবো ও না। তিনি বলেন আমি একজন মানুষ আমিও দোষ ত্রুটির উর্ধ্বে না।আমার দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের সময় আমার কোন দোষ ত্রুটি থাকলে তা সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা করে দিয়ে আমাকে নির্বাচিত করুন । আমি জনগণের ভোটের আমান কোনদিন খেয়ানত করবো। আমি মানুয়ের সেবা করে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *