পাক তারকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলিউডের যেসব অভিনেতা-অভিনেত্রী

পাক তারকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলিউডের যেসব অভিনেতা-অভিনেত্রী

বিনোদন স্পেশাল

এপ্রিল ২৮, ২০২৪ ৮:৪৩ পূর্বাহ্ণ

সুস্মিতা সেন থেকে বিপাশা বসু, রণবীর কাপুর- বলিউডের এমন বহু তারকা রয়েছেন, যাদের নাম পাকিস্তানের ক্রিকেটার থেকে অভিনেতাদের সঙ্গে জড়িয়েছে। এ তালিকায় রয়েছেন রেখা, শাবানা আজমী, জিনাত আমান, সালমান খান, শাহরুখ খানসহ বলিউডের তারকারা। যারা পেশার খাতিরে আলাপ থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেখানে বাধা হয়নি দুদেশের সীমান্ত।

বলিপাড়ায় আরও দুই অভিনেত্রীর সঙ্গে ইমরানের সম্পর্কের কানাঘুষা শোনা যায়। তাদের একজন হলেন শাবানা আজমী, অপরজন জিনাত আমান। ইমরানের সঙ্গে প্রেমের রটনা নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি।

১৯৭৯ সালের নভেম্বর মাসে খেলার সূত্রেই বেঙ্গালুরু গিয়েছিলেন ইমরান। সেই সময় বেঙ্গালুরুর ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিং রুমে ইমরানের ২৭তম জন্মদিন পালন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট টিমের অন্য সদস্যরাও। ইমরানের এ জন্মদিনে তার সঙ্গে উপস্থিত ছিলেন বলেউড অভিনেত্রী জিনাত আমান। সে সময় জিনাতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ইমরান। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

১৯৯৫ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। কিন্তু ২০০৯ সালে তার স্ত্রী মারা যান। চার বছর পর শানিয়েরা আকরাম নামে অস্ট্রেলিয়ার এক সমাজকর্মীকে বিয়ে করেন ওয়াসিম। তবে বিবাহবিচ্ছেদের আগে এক বাঙালি অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল ওয়াসিমের।

২০০৮ সালে একটি রিয়্যালিটি শোয়ের সেটে ওয়াসিমের সঙ্গে দেখা হয় বলিউড অভিনেত্রী তথা বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের। সুস্মিতা ও ওয়াসিম দুজনই ওই শোয়ের বিচারকের আসনে ছিলেন। সেই থেকে দুজনের বন্ধুত্ব হয়। স্ত্রীর মৃত্যুর পর সুস্মিতার সঙ্গে ওয়াসিমের বন্ধুত্ব আরও গভীর হয়। দুজনকে একসঙ্গে নানা জায়গায় দেখা যেতে শুরু করে। বলিপাড়ার একাংশের দাবি, এ দুই তারকা সম্পর্কে ছিলেন। এমনকি একত্রবাসও করেছেন তারা। যে কারনে দুজনের বিয়ের খবরও ছড়িয়ে পড়তে থাকে।

এ নিয়ে ওয়াসিমকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, এই রটনাগুলো অস্বীকার করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি চাই এই আলোচনায় বরাবরের মতো ইতি টানা হোক।

সুস্মিতা সমাজমাধ্যমে লিখেছিলেন, ওয়াসিম আমার খুব ভাল বন্ধু। আমার জীবনে কোনো ভাল বন্ধু থাকা মানেই যে তার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হবে এমন কোনো অর্থ নেই। যদি আমার কাউকে পছন্দ হয়, তাহলে নিজে থেকেই সবাইকে জানাব।

২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘রাইস’। শাহরুখের বিপরীতে এই ছবিতে অভিনয় করেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। একই বছরে মাহিরার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপরেই নাকি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি।

‘রাইস’ মুক্তির বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহিরা এবং বলিউড অভিনেতা রণবীর কাপুরের একটি ছবি ছড়িয়ে পড়ে। সেই ছবিতে লন্ডনের রাস্তায় ধূমপান করতে দেখা যাচ্ছিল দুই তারকাকে। এই ছবিটি সর্বত্র ছড়িয়ে পড়তে রণবীরের সঙ্গে মাহিরার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।

এক পুরোনো সাক্ষাৎকারে মাহিরা বলেছিলেন, রণবীর শুধুমাত্র আমার বন্ধু। কিন্তু আমাদের ছবি নিয়ে এমনভাবে আমায় আক্রমণ করা হলো যে আমি অবাক হয়ে গিয়েছিলাম। বিশ্বাসের ভিতটাই নড়ে গিয়েছিল আমার। মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ায় মনোবিদের সঙ্গে দেখাও করেছিলাম।

২০১৬ সালে ‘সনম তেরি কসম’ সিনেমার হাত ধরে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন পাকিস্তানি অভিনেত্রী মাওয়ারা হোকেন। ছবি মুক্তির বছরেই রণবীরের সঙ্গে নাম জড়িয়ে পড়ে তার। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় কম জলঘোলা হয়নি। এরপর শোনা যায়, ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে ইতি টানার পর নাকি মাওয়ারার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর।

২০১৬ সালে বার্লিনের রাস্তায় রণবীর এবং মাওয়ারাকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। তারপরই দুই তারকার সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। যদিও পরে অভিনেত্রী জানিয়েছিলেন, রণবীরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল না। তারা শুধুমাত্র ভালো বন্ধু ছিলেন।

২০১৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ক্রিচার ৩ডি’। এই ছবিতে বাঙালি অভিনেত্রী বিপাশা বসুর বিপরীতে অভিনয় করেন পাকিস্তানের তারকা ইমরান আব্বাস। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, ইমরানের সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন বিপাশা।

বলিপাড়া সূত্রে খবর, উটিতে ‘ক্রিচার ৩ডি’ ছবির শুটিং চলাকালীন বিপাশা এবং ইমরানের বন্ধুত্ব হয়। শুটিং শেষ হওয়ার পর নাকি ইমরানের সঙ্গে অধিকাংশ সময় কাটাতেন অভিনেত্রী। তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হলেও দু’জনের কেউই এই প্রসঙ্গে মুখ খোলেননি।

২০১৪ সালে কুণাল দেশমুখের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রাজা নটবরলাল’। এই ছবিতে বলিউডের অভিনেতা ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেন পাকিস্তানের অভিনেত্রী হুমাইমা মালিক। হুমাইমা নাকি ইমরানকে ডেট করেছিলেন, এমনটাই কানাঘুষা চলতে থাকে। পরে অবশ্য দুই তারকাই জানিয়েছিলেন যে তাদের মধ্যে পেশাগত সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই।

কানাঘুষা শোনা যায়, সালমান খানের সঙ্গে সম্পর্কে আসবেন বলেই পাকিস্তানি অভিনেত্রী অভিনয় জগতে পা রাখেন। বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে নাকি সালমানের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় সোমির সঙ্গে পরকীয়া সম্পর্কে থাকার কারণে অভিনেতার বিয়ে ভেঙে যায়। আট বছর নাকি সালমানের সঙ্গে সম্পর্কে ছিলেন সোমি। অভিনেত্রী জানিয়েছিলেন, সেই সম্পর্ক সুখের ছিল না। মাঝেমধ্যেই শারীরিক এবং মানসিক হেনস্তার শিকার হতেন তিনি। সেই সম্পর্কে ইতি টেনেছিলেন সোমি।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘টোটাল সিয়াপ্পা’ সিনেমায় বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে অভিনয় করেন পাকিস্তানের অভিনেতা আলি জাফর। বলিপাড়ায় দুই তারকার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যেতে থাকে। পরে তারা জানিয়েছিলেন, তারা একে অপরকে শুধুমাত্র সহ-অভিনেতার চোখেই দেখেন।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে নাম জড়িয়ে পড়ে বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের। ২০১৯ সালে শোয়েব জানিয়েছিলেন, সোনালির ছবি নাকি নিজের মানিব্যাগে রাখতেন শোয়েব। সোনালিকে বিয়েও করতে চেয়েছিলেন তিনি। শোয়েব জানিয়েছিলেন, অভিনেত্রী যদি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তবে তাকে অপহরণ করবেন। শোয়েবের এই মন্তব্যের পর সর্বত্র আলোচনার ঝড় ওঠে।

সোনালির সঙ্গে শোয়েবের সম্পর্ক নিয়ে রটনা যখন তুঙ্গে সে সময় শোয়েব জানিয়েছিলেন, সোনালি যেভাবে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করেছেন, তা দেখে অভিনেত্রীর একনিষ্ঠ অনুরাগী হয়ে উঠেছেন তিনি। ব্যক্তিগত স্তরে সোনালির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *