শুরু হলো ৪৮ ঘণ্টার অবরোধ

দেশজুড়ে

নভেম্বর ৫, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ণ

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের বিএনপি ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ রোববার ভোর ছয়টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। দলটির সাথে অন্যান্য বিরোধী দলগুলো এই আন্দোলন ও অবরোধ কর্মসূচি পালন করছে।

এদিকে, জামায়াতে ইসলামীও আলাদা করে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

গত ২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এদিকে, অবরোধের আগের দিন শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আটটার মধ্যে রাজধানীর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে, এসব আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে, বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধেও দেশে সব ধরনের পরিবহন চালানোর ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *