যে কারণে প্রথম সিনেমা নিয়ে অস্বস্তিতে ক্যাটরিনা

যে কারণে প্রথম সিনেমা নিয়ে অস্বস্তিতে ক্যাটরিনা

বিনোদন

অক্টোবর ১, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ

বলিউডে অভিষেক হয় ক্যাটরিনা কাইফের ২০০৩ সালের সেপ্টেম্বরে। চলতি মাসেই ক্যারিয়ারে দুই দশক পূর্ণ করেছেন এই অভিনেত্রী।

তবে নিজের অভিনীত প্রথম সিনেমা নিয়ে পারতপক্ষে কথা বলতে চান না তিনি; প্রশ্ন করলেই অস্বস্তিতে ভোগেন। কিন্তু কেন? এ নিয়ে নানা প্রশ্ন ভক্তদের।

২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর মুক্তি পায় ব্ল্যাক-কমেডি ঘরানার সিনেমা ‘বুম’। কাইজাদ গুস্তাদ পরিচালিত এ সিনেমা দিয়েই বলিউডে অভিষেক হয় ক্যাটরিনার। তারকাবহুল এই সিনেমায় ক্যাটরিনা ছাড়াও ছিলেন অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, জিনাত আমান প্রমুখ

সিনেমায় ক্যাটরিনা কাইফকে দেখা যায় খোলামেলা অবতারে, পর্দায় বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যেও দেখা যায় তাকে। একটি চুম্বনের দৃশ্যেও অভিনয় করেছিলেন তিনি।

পরে তাই ক্যারিয়ারের প্রথম সিনেমা নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করতেন অভিনেত্রী।

একবার তিনি সিনেমাটি নিয়ে বলেছিলেন, ‘এই দৃশ্যগুলো নিয়ে নতুন কী বলার আছে? সিনেমাটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। অতীতে আমি দৃশ্যগুলোতে অভিনয় করেছিলাম ঠিকই কিন্তু এখন এ বিষয়ে কথা বলতে অস্বস্তিবোধ করি।’

তবে যার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন ক্যাটরিনা, সেই গুলশান গ্রোভার মনে করেন, দৃশ্যটি নিয়ে অস্বস্তিতে ভোগার কিছু নেই। ইউটিউবার সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘একবার আপনি অভিনয় করে ফেললে সেটা তো আর অস্বীকার কারার উপায় নেই।’

সামনে ক্যাটরিনাকে দেখা যাবে ‘টাইগার–৩’ সিনেমায়। যশ রাজ ফিল্ম প্রযোজিত মনীশ শর্মা পরিচালিত সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। দীপাবলি উৎসবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *