মাহমুদউল্লাহর অবসর মানতে পারেন না সুজন

মাহমুদউল্লাহর অবসর মানতে পারেন না সুজন

খেলা

ফেব্রুয়ারি ২, ২০২৪ ১২:০০ অপরাহ্ণ

সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর বিপিএলের দশম আসরেও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অনেকেই যে ক্রিকেটারের শেষ দেখে ফেলেছিলেন, সেই অভিজ্ঞ অলরাউন্ডার এখন কড়া নাড়ছেন টি-টোয়েন্টির দরজায়। এদিকে সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন তো বলেই দিলেন– মাহমুদউল্লাহর ব্যাটিং তরুণদের জন্য অনুপ্রেরণার। একই সঙ্গে তার জন্য কষ্ট হয় বলেও জানিয়েছেন সুজন।

বৃহস্পতিবার সিলেটে সুজন বলেন, ‘বিপিএল খারাপ হচ্ছে না। হয়তো আরও ভালো হতে পারে। প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টই হচ্ছে। আমি ভালোটাই দেখি। আমাদের ছেলেদের পারফরম্যান্সটা… শেষ ম্যাচে মাহমুদউল্লাহ যেভাবে ব্যাটিং করল, সেটা অনেকের জন্য অনুপ্রেরণা জোগাবে, বিশেষ করে তরুণদের জন্য। ডেথে গিয়ে এ রকম ব্যাটিং করা, ফ্রি ব্যাটিং করা দারুণ।’

মাহমুদউল্লাহকে চ্যালেঞ্জ করারও কেউ নেই মন্তব্য করে সুজন বলেন, ‘তার যে অভিজ্ঞতা, যে ছন্দে আছে, আমার মনে হয় ওর জায়গায় চ্যালেঞ্জ করার মতো কোনো প্লেয়ার নেই। অবশ্যই রিয়াদ টি-টোয়েন্টি দলের বিবেচনায় আসতে পারে।’

তবে টেস্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ অবসর নেওয়ায় সুজনের মনে কষ্ট, ‘আমি তো সব সময়ই বলি— মাহমুদউল্লাহ তিন সংস্করণেই খেলার মতো যোগ্য খেলোয়াড়। আমার খুব কষ্ট হয় যে মাহমুদউল্লাহ টেস্ট খেলে না। সে যে অবসর নিয়েছে, সেটা আমি কোনোভাবেই এখনো মানতে পারি না। আমি এখনো মনে করি, ওর টেস্ট খেলার মতো সামর্থ্য আছে। বাংলাদেশে এমন একজন অভিজ্ঞ খেলোয়াড় অনেক দরকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *