ভালোবাসা দিবসে প্রাক্তনের নামে তেলাপোকার নাম রাখার সুযোগ

ভালোবাসা দিবসে প্রাক্তনের নামে তেলাপোকার নাম রাখার সুযোগ

মজার খবর স্পেশাল

জানুয়ারি ২২, ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ

অনেকেরই প্রাক্তনের প্রতি বিদ্বেষ বা ক্ষোভ থাকে। তাই প্রাক্তনকে ঘায়েল করতে নানা কৌশল নেয় মানুষ। সেই কৌশলকেই হাতিয়ার বানিয়েছে যুক্তরাষ্ট্রের  ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দিবসটিতে প্রাক্তনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে, এমন অস্বাভাবিক উপায়ে অনুভূতি প্রকাশের প্রস্তাব দিচ্ছে চিড়িয়াখানাটি। মাত্র ১৫ ডলারের (১ হাজার ৬৪৪ টাকা) বিনিময়ে আসছে ভালোবাসা দিবসে মাদাগাস্কার হিসিং তেলাপোকার নামকরণ করা যাবে। সাথে পাওয়া যাবে একটি ডিজিটাল প্রশংসা পত্র। মাদাগাস্কার হিসিং তেলাপোকা বিশ্বের বৃহত্তম প্রজাতির তেলাপোকা, যা প্রায় চার ইঞ্চি লম্বা হয়।

এক এক্স (সাবেক টুইটার) বার্তায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই প্রচারাভিযানের ঘোষণা দিয়েছে। টুইটে তারা জানিয়েছে, এর সঙ্গে আরও ২০ ডলার যুক্ত করে সারপ্রাইজ গিফট হিসেবে পাওয়া যাবে কোনো বিশেষ প্রাণীও। তবে অবশ্যই ৮ ফেব্রুয়ারির মধ্যে ভালোবাসা দিবসে এই উপহারের জন্য ‘অর্ডার’ দিতে হবে।

২০১১ সালে ‘তেলাপোকার নাম দিন’ (নেম-এ-রোচ) নামের এই প্রচারাভিযান শুরু করে ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ভালবাসা দিবসে গত ১৩ বছর থেকে এই প্রস্তাব দিয়ে আসছে তারা। গত বছর ভালোবাসা দিবসের আয়োজনের অংশ হিসেবে ৩ হাজার ২৪৬ জন তেলাপোকার নামকরণ করা হয়।

নামকরণ আয়োজনের মাধ্যমে পাওয়া অনুদান বন্যপ্রাণী সংরক্ষণ সোসাইটি ব্রঙ্কস চিড়িয়াখানা এবং সারা বিশ্বের প্রাণীদের রক্ষা করতে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *