বিসিএসএ নাসিরনগরের চার ছাত্রের সাফল্য

দেশজুড়ে

আগস্ট ৪, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নানঃ-

পিএসসি থেকে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ৪১ তম বিসিএসে ২ হাজার ৫২০ জন ক্যাডার নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় ৪ লাখ ৪ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাস করে মাত্র ১৩ হাজার। লিখিত পরীক্ষার পর প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করে।
চূড়ান্ত ফলাফল ৩ আগস্ট ২০২৩ তারিখে প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার তিন কৃতি সন্তান চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়। তার মাঝে শিক্ষা ক্যাডার দুইজন উত্তীর্ণ হয়। তারা হলেন উপজেলার নাসিরনগর সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ কাইকোবাদ আর গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের কৃতিসন্তান ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ মুজিব আশ্রাফ। কৃষি ক্যাডার হিসেবে উত্তীর্ণ হয় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ফান্দাউক গ্রামের কৃতি সন্তান মোঃ ইরফান শাহ। অপরদিকে ফুলপুর গ্রামের সৈয়দ আবু সায়হাম(সুজন)এর সহধর্মিণী শিমু আক্তার ৪১তম BCS (শিক্ষা ক্যাডার) এ সুপারিশ প্রাপ্ত হয়েছে।চার মেধাবীদের সাফল্যে উচ্ছসিত নাসিরনগর উপজেলাবাসী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *