বিশ্বকাপ ফাইনালে ইতালির মুখোমুখি উরুগুয়ে

বিশ্বকাপ ফাইনালে ইতালির মুখোমুখি উরুগুয়ে

খেলা

জুন ১২, ২০২৩ ৯:৪৪ পূর্বাহ্ণ

আগেভাগে ব্রাজিল-আর্জেন্টিনার বিদায়ে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ অনেকটাই রঙ হারিয়েছে। চলমান যুব বিশ্বকাপের পর্দা নামছে আজ। আর্জেন্টিনার আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় যুব বিশ্বকাপের ফাইনালে ইতালির বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ের যুবারা।

যুব বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে উরুগুয়ে। ইসরায়েলকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দেশটির যুবারা। সর্বশেষ ২০১৩ সালে এই টুর্নামেন্টটির ফাইনাল খেলেছিল লাতিন আমেরিকার দলটি।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে ইতালি। যুব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনাল খেলবে আজ্জুরি যুবারা।

এবারের টুর্নামেন্টটি আয়োজন করার কথা ছিল ইন্দোনেশিয়ার। কিন্তু দেশটিতে ইসরাইলিদের অংশগ্রহণের প্রতিবাদ শুরু হওয়ায় শেষ মুহূর্তে সেখান থেকে টুর্নামেন্টটি প্রত্যাহার করে আর্জেন্টিনায় নিয়ে যায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

খেলা দেখবেন যেভাবে

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে ভারতের সনি টেন ৩ এইচডি (SONY TEN 3HD), সনি লাইভে (Sony LIV)। এছাড়া ফিফা প্লাসেও সম্পূর্ণ ফ্রি’তে খেলা উপভোগের সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *