তামিম-মাহমুদউল্লাহদের নিয়ে ফের শুরু হচ্ছে অনুশীলন

তামিম-মাহমুদউল্লাহদের নিয়ে ফের শুরু হচ্ছে অনুশীলন

খেলা

আগস্ট ২০, ২০২৩ ৯:৩৪ পূর্বাহ্ণ

চোটের কারণে এশিয়া কাপে নেই তামিম ইকবাল। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। এ ছাড়াও নির্বাচকদের নজরে আছেন বেশ কয়েকজন। যারা প্রাথমিক দলে ছিলেন। তাদের নিয়েই এবার শুরু হচ্ছে অনুশীলন ক্যাম্প।

চোটে থাকা তামিম এই মুহূর্তে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। দ্রুতই ব্যাটিং শুরু করবেন। এতদিন ধরে প্রাথমিক দলের সঙ্গে অনুশীলন করেছিলেন মাহমুদউল্লাহ। এশিয়া কাপের দলে ডাক না পাওয়াতে তিনি আর মাঠে আসেননি। তবে আবারও তাকে মাঠমুখো করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম-রিয়াদসহ বেশ কয়েকজনকে নিয়ে শুরু হতে যাচ্ছে বিশেষ ক্যাম্প।

শনিবার সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। বিশ্বকাপের কথা বিবেচনা করে ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখার জন্য এই ক্যাম্পের ডাক দিয়েছে বোর্ড।

বিসিবির এই নির্বাচক বলেন, ‘দেখুন আমাদের একটা দল তো যাচ্ছেই। আমাদের বিশ্বকাপের এখনও দুই মাস সময় আছে। এই সময়ে অনেকের ইনজুরির কনসার্ন হতে পারে। সব কিছু মাথায় রেখেই আমাদের পুলটা। ৩০-৩২ জনের একটা পুল তো আছেই, সবাই যেন অনুশীলনে থাকে, যখন যাকে দরকার হয়, যদি কেউ দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়ে, যেটা খেলারই অংশ। তাহলে যেন সবাইকে সুস্থ অবস্থায় পাওয়া যায়।’

এরপর বাশার বলেন, ‘যেহেতু আমাদের এখন কোনো ঘরোয়া ক্রিকেট নেই, কেউ ক্রিকেট খেলছেন না। তাই এই সময় সবাইকে অনুশীলনে রাখাটা গুরুত্বপূর্ণ। সেটাই আসলে চেষ্টা করা হচ্ছে। যেহেতু সময় আছে, ২-১ দিনের মধ্যে শুরু হয়ে যাবে।’

তামিমের ব্যাপারে বাশার বলেন, ‘তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতাটা, তামিমের পারফরম্যান্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছেন, আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *