বিপিএল: ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’

খেলা

ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১০:৫৫ পূর্বাহ্ণ

ফাইনালের আগে এক ফাইনাল। ক্রিকেট মাঠে আবারো মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী সাকিব-তামিম। ‘বাংলা ক্ল্যাসিকো’ নামে আখ্যায়িত করা বরিশাল-রংপুর লড়াইয়ে, বাঁচা-মরার সমীকরণ দুই সাবেক বন্ধুর সামনে। দ্বিতীয় কোয়ালিফায়ারে যারা জিতবে, তারাই জায়গা করে নেবে এবারের বিপিএলের ফাইনালে। ৭ বছরের অপেক্ষার ইতি টানার হাতছানি রংপুরের সামনে। আর ২ বছর আগের প্রতিশোধ নিতে চায় বরিশাল। হোম অব ক্রিকেটে বুধবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচটি শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়।

বাংলা ক্ল্যাসিকো, এবারের বিপিএলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। সাকিব-তামিম দ্বন্দ্বে বাড়তি উত্তাপ। এবারের অগ্নিপরীক্ষায় কেবল ব্যক্তিগত ক্ষোভ নয়, লড়াইটা টিকে থাকার। তবে তামিমের কারণে আলোচনায় থাকবেন ফজল হক ফারুকী। আন্তর্জাতিক মঞ্চে এই আফগান পেসারের বিপক্ষে প্রতিবারই আউট হয়েছেন বরিশাল অধিনায়ক। চট্টগ্রামে আলোচিত নেতৃত্ব ছাড়ার আগের দিনেও, তামিমকে ফিরেছিলেন এই বাঁহাতি পেসারের বলে। এমনকি বিশ্বকাপ দলে তাকে ডাউন দ্য অর্ডার খেলানোর কারণটাও ফারুকি। এবার তাকে সামলাতে পারবেন তো তামিম? এসব প্রশ্নে মেজাজ হারানোটাই তো স্বাভাবিক বরিশাল কোচের।

এতসব বিষয়ে অবশ্য মাথা ঘামানোর সুযোগ নেই রংপুরের। ৭ বছর হলো নিজেদের সবশেষ ফাইনালের। নিজস্ব মাঠ, তারকাবহুল স্কোয়াড থাকার পরেও মিলছে না প্রত্যাশিত সাফল্য। টিকে থাকার মিশনে ওপেনিং পজিশনটাই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। এবারের ১৩ ম্যাচে গোড়াপত্তন করেছে ৭ ভিন্ন জুটি। তাতে পঞ্চাশের বেশি রান এসেছে মাত্র দুইবার। এলিমিনেটরে আরও একবার কম্বিনেশন বদলানোর সম্ভাবনাই বেশি রংপুর রাইডার্সের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *