খেলার সময় স্টেডিয়ামের ছাদে উল্টো হয়ে ধারাভাষ্য!

খেলার সময় স্টেডিয়ামের ছাদে উল্টো হয়ে ধারাভাষ্য!

খেলা

অক্টোবর ৩১, ২০২২ ৯:৪১ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ায় চলছে টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর। যেখানে আজ মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নেদারল্যান্ডস। এই ম্যাচের ভেন্যু পার্থে অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন ক্রিকেটভক্তরা। কারণ এদিন যে স্টেডিয়ামের মাথায় উল্টো হয়ে ঝুলে ধারাভাষ্য দেওয়ার মতো অদ্ভুত ঘটনা দেখেছেন তারা!

অন্যরকম এই ঘটনাটি ঘটিয়েছেন ধারাভাষ্যকার নাটালি জার্মানোস। টি-২০ বিশ্বকাপে তার এমন কাণ্ড এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যা দেখে রীতিমতো বুক কেঁপে উঠেছে অনেক নেটিজেনের।

রোববার পার্থ স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল নেদারল্যান্ডস। পাকিস্তানের ব্যাটিংয়ের সময় সেই স্টেডিয়ামের ছাদে উঠে যান ধারাভাষ্যকার নাটালি। একাধিক ক্যামেরাম্যানের সঙ্গে স্টেডিয়ামের ছাদে দাঁড়িয়ে ধারাভাষ্য দিতে থাকেন তিনি।

এ সময় প্রত্যেকেই প্রয়োজনীয় সুরক্ষা নিয়েছিলেন। দড়ি দিয়ে তাদের বাঁধা ছিল। এরইমধ্যে একবার পুরোপুরি উলটো হয়ে ঝুলে ধারাভাষ্য দিতে থাকেন নাটালি। তিনি বলেন, ‘ভিন্ন দৃষ্টিভঙ্গিতে খেলা দেখা যাচ্ছে।’

সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সেই ধারাভাষ্যের দৃশ্য। কীভাবে এত উঁচুতে উল্টো হয়ে ঝুলে আছেন, তা ভেবেই বুক কাঁপতে শুরু করে নেটিজেনদের।

বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালের ধারাভাষ্যকার এবং স্ট্যান্ড-আপ কমেডিয়ান আতিফ নওয়াজ বলেন, ‘আমি আগে থেকেই জানতাম যে খেলা নিয়ে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে নাটালি জার্মানোসের।’ পাকিস্তানি সাংবাদিক রোহা নাদিম আবার বলেন, ‘প্রত্যেক সঞ্চালকের স্বপ্নপূরণ করলেন নাটালি জার্মানোস।’

একইসুরে এক নেটিজেন বলেন, ‘আপনি (নাটালি জার্মানোস) কী মারাত্মক সাহসী।’ ইংরেজ ক্রিকেটার কেট ক্রস মজা করে বলেন, ‘আজ যা করেছেন, সেজন্য সম্প্রচারকারী সংস্থার থেকে বড়সড় বোনাস পাওয়া উচিত নাটালি জার্মানোসের।’

স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার চার্লস ডাগনাল আবার বলেন, ‘ওসব সুরক্ষাবর্মের কী দরকার ছিল? আমি তো ভেবেছিলাম, তুমি আরো বেশি সাহসী।’

নাটালি যে কাণ্ড করেছেন, তাতে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ ছেড়ে তার দিকেই সবার নজর ঘুরে গেছে। এমনিতে নেদারল্যান্ডসকে সহজেই হারিয়ে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান জয় পেয়েছে ৬ উইকেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *