পশ্চিমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন সবাই?

আন্তর্জাতিক

ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ

আর এক সপ্তাহ পরেই গাজা যুদ্ধ পঞ্চম মাসে পা দিতে চলেছে। গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান বর্বর হামলায় একতরফা সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। এ সংঘাত মধ্যপ্রাচ্য ছাড়াও গ্লোবাল সাউথের অনেক দেশেই বিরূপ প্রভাব ফেলেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও গাজা যুদ্ধে ওৎপ্রোতভাবে জড়িত। গাজায় প্রায় পাঁচ মাসে ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের ৩০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। এই যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে গাজার ২৩ লাখ মানুষ। খাদ্যসংকটে বহু মানুষ ক্ষুধার্ত। নজিরবিহীন এ হামলা বন্ধে পশ্চিমা বিশ্বের উদাসীনতাই প্রমাণ করে আরবদের জীবনের মূল্য তাদের কাছে কতটা মূল্যহীন।

স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থা সম্পর্কে যারা খোঁজ রাখেন, তাদের কাছে এ বিষয়টি খুবই পরিচিত। মধ্যপ্রাচ্য নিয়ে পশ্চিমাদের দ্বিমুখী নীতি এখন সবার কাছে স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *