পাপ থেকে মুক্তির আমল

পাপ থেকে মুক্তির আমল

ধর্ম

জুন ২৩, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ণ

আমাদের প্রিয় নবিজি (সা.) সব সময় মহান আল্লাহর কাছে পাপ থেকে মুক্তির প্রার্থনা করতেন। পাপ মোচনের আমল করতেন।

আমরা প্রতিনিয়তই নিজের অজান্তেই কত শত পাপ করি, অন্যায় কাজে জড়িয়ে পড়ি; সেই পাপ মোচনের ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারও নেই। তাই মহান আল্লাহর কাছে পাপ থেকে মুক্তির প্রার্থনার বিকল্প নেই।

মহান আল্লাহর কাছে কীভাবে প্রার্থনা করলে সেটা গ্রহণযোগ্য হবে, নবিজি (সা.) সেটি আমাদের শিখিয়ে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং নিম্নেযুক্ত দোয়াটি পড়তেন-

আল্লাহুম্মা বাররিদ ক্বালবি বিছছালঝি ওয়াল বারাদি ওয়াল মায়ি, আল্লাহুম্মা নাক্কি ক্বালবি মিনাল খাত্বাইয়া কামা নাক্কাইতাছ ছাওবাল আবয়িদা মিনাদ দানাসি। (মুসলিম, তিরমিজি)

অর্থ : হে আল্লাহ! তুমি আমার মনকে শীতল করে দাও বরফ, শিশির ও ঠান্ডা পানি দিয়ে। হে আল্লাহ! আমার মনকে এমনভাবে পাপ থেকে পরিষ্কার করে দাও, যেমনটা তুমি সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করো।

আসুন! আমরা সবাই সর্বদা নবিজির শেখানো আমল করি। পাপমুক্ত জীবন গড়ি।

লেখক : গবেষক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *