নাসিরনগর বাজারে লাফিয়ে বাড়ছে পণ্যের দাম- নিয়ন্ত্রণে নেই কোন উদ্যোগ!

অর্থনীতি

নভেম্বর ১, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ

 

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিন গিয়ে দেখা গেছে জিরা ১২শ টাকা,পেয়াজ ১২০ থেকে ১৩০ টাকা ,রসুন ২শ টাকা ,হলুদ ২শ টাকা,শুকনা মরিচ ৫ থেকে ৬ শ,টাকা কেজি বিক্রি হচ্ছে।সবজি বাজারে গিয়ে দেখা গেছে,সিম ২শ টাকা,আলু ৭০ টাকা,লাউ ১পিস ১শ টাকা,কাচা মরিচ ৩শ টাকা,কচুর ছড়া ৮০ টাকা,করল্লা ৮০ টাকা,কেজি ধরে বিক্রি হচ্ছে।লাফা বেগুন ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ১শ থেকে ১২০ টাকা,ফুলকপি ১০০শ টাকা,
জলপাই ১০০শ টাকা,কাঁচা তেতুল ১০০শ টাকা,ঢেড়শ ৮০ টাকা,মিষ্টি কুমড়া ৭০ টাকা,জিঙ্গা ৭০ টাকা।অস্থির লেয়ার, ব্রয়লার মোরগীর বাজার। ডিমের বাজারতো প্রতিনিয়ত উঠানামা করছেই।সব মিলিয়ে নাসিরনগরে পণ্যোর বাজারে অস্থিরতা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *