নাইক্ষ্যংছড়ির ভূমিদস্যু নুরুল কবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নাইক্ষ্যংছড়ির ভূমিদস্যু নুরুল কবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দেশজুড়ে

মে ২০, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার

অনুসন্ধানে জানা যায়, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ক্রোরিক্ষ্যং এলাকায় ভুমিদস্যু নুরুল কবির কর্তৃক নিরীহ লোকজনের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলাবাজ নুরুল কবিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসীর ব্যানারে বিশাল মানববন্ধন করেছে ক্রোরিক্ষ্যং এলাকার কয়েকশত নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন,ভিন জেলার নাগরিক নুরুল কবির। সে পেশাদার ভুমিদস্যু,সন্ত্রাসী ও মাদককারবারী। নুরুল কবির ভুমিদস্যুতা করতে বানোয়াট, ভিত্তিহীন মামলা দিয়ে স্হানীয় ৬ শ্রমজীবী মানুষ কে হয়রানি করছে। বহিরাগত ভুমিদস্যু নুরুল কবিরের দায়েরকৃত ঘর পোড়ানো মিথ্যা মামলা সুষ্ট তদন্ত করে নিরপরাধ শ্রমজীবী মানুষ কে অব্যাহতি ও ভুমিদস্যু নুরুল কবিরের অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

নুরুল কবিরের দায়েরকৃত মামলায় অহেতুক আসামী হয়েছেন দাবী করে জনৈক প্রবাসীর স্ত্রী বুলবুল আক্তার মানববন্ধনে কান্না জড়ত কন্ঠে বলেন, ২০০০ সাল থেকে ভুমিদস্যু নুরুল কবির যৌন হয়রানি সহ সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে উল্লেখ করে বুলবুল আক্তার আরো বলেন

ক্রোরিক্ষ্যং লেমুতলি এলাকার দিন মজুর জুবায়ের বলেন,এলাকার দোকানে আড্ডা দিচ্ছিলাম, আড্ডা থেকে ডেকে গর্জনিয়ার নুরুল কবির তার কলা বাগানের জঙ্গলে আগুন লাগিয়ে দেয় মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে নুরুল কবিরের ঘর পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়।নুরুল কবিরের দেওয়া আগুনে নুরুল কবিরের ঘর পুড়ে যায় অথচ এলাকার শ্রমজীবী মানুষ মীর কাশেম মোস্তফা কামাল,আবুল কাশেম,বুলবুল আক্তার,লালু সহ ৫ জন নিরপরাধ মানুষ কে আসামী মিথ্যা মামলা দেন আমরা নিরপরাধ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চাই।

স্হানীয় ইউপি সদস্য দেলোয়ার মানববন্ধনে বলেন,বহিরাগত, সন্ত্রাসী, চিহ্নিত ভুমিদস্যু নুরুল কবিরের মিথ্যা মামলায় ক্রোরিক্ষ্যং এলাকার ৬ জন নিরপরাধ শ্রমজীবী মানুষ আসামী হয়েছে।এই মামলাবাজ, বহিরাগত ভুমিদস্যু নুরুল কবিরের মিথ্যা মামলা প্রত্যাহার ও নুরুল কবিরের শাস্তির দাবী জানাচ্ছি।

মানব বন্ধনের সংহতি প্রকাশ করে দোছড়ি ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মুজিবুর রহমান বলেন,ক্রোরিক্ষ্যং এলাকার ৫ নিরপরাধ গরীব মানুষ কে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মামলায় ফাঁসিয়ে হয়রানি করছে বহিরাগত চিহ্নিত ভুমিদস্যু এবং ভয়ংকর সন্ত্রাসী নুরুল কবির।

প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা দোছড়ি ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মুজিবুর রহমান আরো বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল রহস্য বের করে নিরপরাধ মানুষ কে মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি দিন এবং ভুমিদস্যু,মামলাবাজ বহিরাগত সন্ত্রাসী নুরুল কবির কে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান।

মানববন্ধনে ক্রোরিক্ষ্যং এলাকার শতশত মানুষ অংশ গ্রহণ করেন এবং ভুমিদস্যু নুরুল কবিরের রাহু গ্রাস থেকে এলাকাবাসী কে রক্ষায় মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান জেলা প্রশাসক, বান্দরবান পুলিশ সুপার, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ এর জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *