গুলিস্তানে বিস্ফোরণ, মৃত বেড়ে ২১

গুলিস্তানে বিস্ফোরণ, মৃত বেড়ে ২১

দেশজুড়ে

মার্চ ৯, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ণ

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জনে।

মৃত ব্যক্তির নাম হাফেজ মুসা হায়দার। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের জামানের ছেলে। বুধবার রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, মুসা হায়দারের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহত মুসা হায়দারের শ্বশুর মো. বাসেদ জানান, মুন্সীগঞ্জে মুসার ফার্মেসি ও রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে। মালামাল কেনার জন্য মঙ্গলবার চাচাতো ভাই তারেককে নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি। বিস্ফোরণে তারেক মারা গেছেন। ঐ সময় দেয়ালের নিচে চাপা পড়ে ছিলেন মুসা হায়দার। সেখান থেকে দগ্ধ ও আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে মুসা হায়দার নিজেই তার এক বন্ধুর ফোন নম্বর বলার পর উদ্ধারকারীরা ঐ বন্ধুকে ফোনে ঘটনাটি জানান। পরে তার বাড়িতে খবর দিলে স্বজনরা বার্ন ইনস্টিটিউটে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *