কচ্ছপিয়া-গর্জনিয়াকে চোরাচালানের ট্রানজিট পয়েন্ট হতে দেব না : কক্সবাজার ডিসি

কচ্ছপিয়া-গর্জনিয়াকে চোরাচালানের ট্রানজিট পয়েন্ট হতে দেব না : কক্সবাজার ডিসি

দেশজুড়ে

সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার।।

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেছেন, ভিন দেশের চোরাচালানী এদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। রামুর পূর্বাঞ্চল গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নে জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। স্কুল-কলেজ পড়ুয়া অনেক শিক্ষার্থী গরু,সুপারী ও ইয়াবা চোরাচালানের দিকে ঝুকছে। এসব কোমলমতি শিক্ষার্থীদের অন্ধকার জগতের দিকে যারা টেলে দিচ্ছে সেসব গড়ফাদার দের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

চোরাচালান দমনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভায় চোরাচালান প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে মহল্লায় মহল্লায় চোরাচালান প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ দেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান আরো বলেন, চোরাচালানে যদি জনপ্রতিনিধিরা জড়িত থাকার প্রমান পেলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়নে ১৬ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় রামু উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা এর সভাপতিত্বে উখিয়া ডিগ্রি কলেজ প্রভাষক পরীক্ষিত বড়ুয়া টুটুনের উপস্থাপনায় মাদক ও চোরাচালান বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুল হুদা, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইসমাইল মোহাম্মদ নোমান, গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী, পুলিশ ফাঁড়ির আইসি সাইফুল আলম, ১৫ বিজিবি প্রতিনিধি আবদুল লতিফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল কাদের, গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আইয়ুব, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম মেম্বার, রামু প্রেস ক্লাব উপদেষ্টা সাংবাদিক মাঈনুদ্দীন খালেদ, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদিন মেম্বার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *