কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দেশজুড়ে

ফেব্রুয়ারি ২২, ২০২৩ ২:২৫ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান এর নেতৃত্বে জেলা প্রশাসন ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলি ও পুষ্পস্তবক অর্পণ করেন।

ভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণতা লাভের ঐতিহাসিক এই দিনের প্রথম প্রহরে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলী ও পুষ্পস্তবক অর্পণ কালে কক্সবাজার সদর,রামু,ঈদগাঁও আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আমিন আল পারভেজ, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নি।

এ ছাড়া রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা’র নেতৃত্বে এবং জেলা আওয়ামিলীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা বিএনপি,জেলা সমাজতান্ত্রিক দল ( জাসদ) জেলা জাতীয় পার্ঠি,কক্সবাজার চেম্বার অ্যান্ড কমার্স, রামু প্রেস ক্লাব, কক্সবাজার জেলা প্রেস ক্লাব, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ সহ কক্সবাজারের সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন,১৯৫২ সালে বীর বাঙালি তাদের বুকের তাজা রক্ত দিয়েছে।বহু রক্তের বিনিময়ে বাঙালি জাতি মায়ের ভাষা বাংলা ফিরে পেয়েছে। আজ ৭১ তম ভাষা দিবস পূর্ণ হয়েছে।ঐতিহাসিক ভাষা দিবসে সকল সকল বীর শহীদদের কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *