ইবি স্পোর্টস এসোসিয়েশনের নেতৃত্বে বুলবুল ও তামজিদ

ইবি স্পোর্টস এসোসিয়েশনের নেতৃত্বে বুলবুল ও তামজিদ

শিক্ষা

জুলাই ২৫, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ

মংক্যচিং মারমা, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের খেলা-ধূলা পরিচালনায় সহায়তা ও খেলোয়াড়দের সার্বিক সহযোগীতা করার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশনের নতুন কমিটিতে গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এইচ এম বুলবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামজিদ হায়দার।

মঙ্গলবার (২৫ জুলাই) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, ফয়সাল সিদ্দিকী আরাফাত ও নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি বোরহান উদ্দিন (ক্রিকেট-আম্পায়ার), তামিমুর রহমান (বাস্কেটবল), জিয়ন সরকার (ফুটবল), স্মরন খন্দকার (ক্রিকেট), রিজওয়ান খান (ক্রিকেট), দ্বীপন আইচ (বাস্কেটবল) ও তামিম হৃদয় (হ্যান্ডবল), যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কৃষ্ণ রায় (ফুটবল), নাইমুল ইসলাম জয় (টেবিল টেনিস), সাইম হোসেন শুভ (হ্যান্ডবল), রাব্বি (টেবিল টেনিস), শুভ (হ্যান্ডবল) ও মনিরা বিথি (ক্রিকেট), সাংগঠনিক সম্পাদক সাইফুল (ভলিবল), শেখ সাকলাইন (ক্রিকেট), কাজী জামিলুর রহমান জামিল (ব্যাডমিন্টন), সাদী শাহরিয়ার জাহিন (বাস্কেটবল) ও সাব্বির আহমেদ (ক্রিকেট-আম্পায়ার)। অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস তানজিনা, দপ্তর সম্পাদক আরাফাত (ব্যাডমিন্টন), রত্না রানী (ক্রিকেট) ও জায়েদ (ভলিবল), প্রচার সম্পাদক বদরুল আমিন পিয়াস (হ্যান্ডবল), ইশতিয়াক ফেরদৌস ইমন, মেজবাহুল ইসলাম (ব্যাডমিন্টন), তানভীর হীরক ও হাসিন ইনতেসাফ অর্প।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন কাজী সুমন (ক্রিকেট), মাহফুজুল ইসলাম (ক্রিকেট), সাইফুল ইসলাম (ক্রিকেট), পূর্ণ (ক্রিকেট), মতিউর রহমান মতি (ক্রিকেট), সাজ্জাদ হোসেন তালুকদার (ক্রিকেট), আসাদ ও রুমন আহমেদ (ফুটবল)।

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, বিকেএসপির ফুটবলার মুহাইমিনুল ইসলাম মিশু, সংবাদকর্মী ইমানুল সোহান, ফাহিম ফয়সাল, জিহাদ হাসান পাপন ও আব্দুল মান্নান মেজবাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *