ইউক্রেন সীমান্তে রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক

জুন ১৮, ২০২২ ১১:১৫ পূর্বাহ্ণ

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ভূখণ্ডে এসইউ-২৫ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, ইউক্রেন সীমান্তে শুক্রবার রাশিয়ার বেলগরোদ অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। খবর ইউক্রেন নিউজের।

রুশ সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটিতে কারিগরী ত্রুটি দেখা দেয়ার পর তা বিধ্বস্ত হয় তবে পাইলট বিমান থেকে নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন এবং তাকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরী ত্রুটি দেখার দেয়ার পর বিমানটি কোরোচানস্কি এলাকার ভূমিতে পড়ে। এলাকাটি আঞ্চলিক রাজধানী বেলগরোদ থেকে উত্তর-পূর্বে অবস্থিত। জরুরি বিভাগ জানিয়েছে, বিমানটি মাটিতে পড়া পর বিস্ফোরতি হয়।

এসইউ-২৫ হচ্ছে এক আসনের যুদ্ধবিমান এবং বিশ্বের বিভিন্ন দেশে গত ৪০ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এ ধরনের যুদ্ধবিমান।

রাশিয়ার বিমান বাহিনীতে দুই শতাধিক এ বিমান রয়েছে। তার মধ্যে ৮০টির মতো উন্নত করা হয়েছে যা এসইউ-২৫এসএম মডেল বলে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *