এটা আমাদের ওপর ‘চাপিয়ে দেওয়া’ হয়েছিল: পুতিন

আন্তর্জাতিক

জুন ১৮, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার সিদ্ধান্তটি কঠিন ছিল – তবে এটা ‘আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল’।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে পুতিন এ কথা বলেন।

পুতিন বলেন, এই অভিযান পূর্ব ইউক্রেনে ‘আমাদের’ দোনবাসের জনগণকে রক্ষা করার লক্ষ্যে শুরু করা হয়।

এ সময়  দোনবাসের জনগণ ‘গণহত্যার শিকার’ হচ্ছেন, এই অভিযোগ পুনরাবৃত্তি করেছেন পুতিন।

তিনি আরও বলেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা অব্যাহত রেখেছে। তবে বিশেষ অভিযানের সব লক্ষ্য সন্দেহাতীতভাবে অর্জন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন,  রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় ইউনিয়ন ৪০০ বিলিয়ন ক্ষতি হতে পারে।

পুতিন আরও বলেন, ইউক্রেনের যুদ্ধের প্রতিক্রিয়ায় ইইউ তার ‘রাজনৈতিক সার্বভৌমত্ব’ হারিয়েছে।

তিনি বলেন, ইইউয়ের সদস্য দেশগুলোতে মুদ্রাস্ফীতি বাড়ছে। নিষেধাজ্ঞার ফলে বৈষম্য বাড়বে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় ইউরোপের মানুষের প্রকৃত স্বার্থ পাশ কাটানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *