সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষে এবছরই কাশ্মীরে নির্বাচন!

আন্তর্জাতিক

জুন ১৮, ২০২২ ১১:১৩ পূর্বাহ্ণ

এ বছরের শেষে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ।

সীমানা পুনর্বিন্যাসের কাজ প্রায় শেষের দিকে। পুরো কাজ সম্পন্ন হলে চলতি বছরের শেষের দিকে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন করা হবে। শুক্রবার এমনই ইঙ্গিত দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। খবর দ্যা ফেডারেল নিউজ ও আনন্দবাজার পত্রিকার।

মহারাজা গুলাব সিংহের রাজ্যাভিষেকের ২০০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে শুক্রবার এ কথা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, আগে জম্মুতে ৩৭টি এবং কাশ্মীরে ৪৬টি বিধানসভা আসন ছিল। কিন্তু সীমানা পুনর্বিন্যাসের ফলে জম্মুতে ৪৩ এবং কাশ্মীরে ৪৭টি আসন হয়েছে।

এর ফলে জম্মু ও কাশ্মীরে মোট ৯০টি বিধানসভা আসন হয়েছে। পুনর্বিন্যাসের কাজ পুরোপুরি শেষ হলে বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে।

নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে। আগামী ৩১ অগস্টের মধ্যে সেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার ঠিক দু’দিন পর শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী বিধানসভা নির্বাচনের সম্ভাবনার ইঙ্গিত দিলেন।

২০১৪ সালের মে মাসে উপত্যকায় যে নির্বাচন হয়, সেখানে পিডিপি পেয়েছিল ২৮টি আসন। বিজেপি পেয়েছিল ২৫টি। এ ছাড়া ওমর আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স ১৫টি, কংগ্রেস ১২টি এবং অন্যরা ৭টি আসন পেয়েছিল।

বিজেপি এবং পিডিপি যৌথভাবে ম্যাজিক সংখ্যা ৪৪ ছাড়িয়ে ৫৩ আসনে পৌঁছঅয়। সেই জোটই ২০১৮ পর্যন্ত সরকার চালিয়েছে উপত্যকায়।

পরে ২০১৮ সালের ১৯ জুন প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক ছিঁড়ে বেরিয়ে আসে বিজেপি। যার জেরে ইস্তফা দেন জম্মু-কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

কারণ, বিজেপির সঙ্গে জোট বেঁধেই মেহবুবার দল পিডিপি উপত্যকায় সরকার চালাচ্ছিল। এর পর ২০১৯ সালের ৪ অগস্ট পর্যন্ত লাদাখ জম্মু-কাশ্মীরের অংশ ছিল। কিন্তু ৫ অগস্ট সংবিধানে সংরক্ষিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *