ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে যে আহ্বান জানাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

জুন ১৬, ২০২২ ১১:১৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, ইউক্রেনকে অস্ত্র পাঠানোর যে ধারা অব্যহত আছে সেটি যেন ধীর না হয়ে যায় এবং তারা যেন তাদের আগ্রহ না হারান।

তিনি মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনকে ভারি অস্ত্র দেওয়া অব্যহত রাখেন।

বুধবার ব্রাসেলসে ন্যাটো দেশভুক্ত দেশসহ মোট ৫০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে এমন কথা জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, ইউক্রেনের আত্মরক্ষায় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটি আমাদের বাড়াতে হবে। আমাদের অবশ্যই আরও শক্তিশালী পদক্ষেপ নিতে হবে যেন ইউক্রেন নিজেকে, এটির জনগণকে এবং এর অঞ্চলকে রক্ষা করতে পারে।

এদিকে এ বৈঠকের আগে ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেছিলেন, ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনেক দূরপাল্লার এবং ভারি অস্ত্র দেওয়া অব্যহত রাখবে।

তিনি আরও জানিয়েছিলেন, ন্যাটোর আসন্ন মাদ্রিদ সামিটে ইউক্রেনকে আরও অস্ত্র দিতে জোটভুক্ত দেশগুলোকে সম্মত করানোর চেষ্টা করবেন।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *