ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশজুড়ে

সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ

ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তা হলে বিকাল সাড়ে তিনটায় এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান কমিটির মেয়াদ আগামী জুন মাস পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব (অব.) ও সমিতির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব, এসডিএফ’র চেয়ারম্যান ও সমিতির নির্বাহী সভাপতি মো. আবদুস সামাদ ফারুক, সমিতির সহ সভাপতি যথাক্রমে গ্রামীণ ব্যাংক লি. এর চেয়ারম্যান প্রফেসর ড. এ. কে. এম সাইফুল মজিদ, অতিরিক্ত সচিব (অব.) মো. দিলদার আহমদ, অতিরিক্ত সচিব (অব.) খন্দকার রাকিবুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড—১) মো. আজহারুল ইসলাম খান, অতিরিক্ত সচিব (অব.) মো. বিল্লাহ হোসেন, যুগ্ম সচিব (অব.) ও ট্যারিফ কমিশনের সাবেক সদস্য শাহ মো. আবু রায়হান আলবেরুনী, ইডেন মহিলা কলেজের অধ্যাপক ড. মোছা. শামছুন নাহারসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্মড ফোর্সেস ডিভিশনের পিএসও লে. জেনারেল ওয়াকার—উজ—জামান, এসজিপি, পিএসসি, সাবেক প্রধান তথ্য কমিশনার ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান, পিএসসির প্রাক্তন মেম্বার ও সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডা: মো. সোহরাব আলী, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা: বিল্লাল আলম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো—ভাইস চ্যান্সেলর প্রফেসর এ আর এম সোলাইমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম প্রমুখ।

এছাড়াও ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাক, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ—সচিব ও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ হারুন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সিনিয়র সিস্টেম এনালিস্ট মুর্শিদা বেগম সভায় উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাক সভার মূল প্রতিবেদন পাঠ করেন। সমিতির অর্থ সম্পাদক জনতা ব্যাংক লি. এর সহকারী মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম সমিতির আর্থিক প্রতিবেদন পেশ করেন।

এসময় নির্বাহী সভাপতি মো. আবদুস সামাদ ফারুক বলেন, আমরা এখন ডিজিটাল বাংলাদেশের নাগরিক। আমরা যেন বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারি সেজন্য আমাদের এখন স্মার্ট শেরপুরের দিকে নজর দিতে হবে। আরও একটা ব্যাপার হচ্ছে— হাতির উপদ্রব। আসলে একসময় গারো পাহাড় ছিল হাতির আবাসস্থল। এখন সেখানে জঙ্গল সাফ করে মানুষ যেভাবে জায়গা—জমি দখল করে বসবাস করছে তাতে হাতি খাবারের খোঁজে বাধ্য হয়েই লোকালয়ে চলে আসছে। তাই আমাদের অনতিবিলম্বে হাতির জন্য পাহাড়ে অভয়ারণ্য গড়ে তুলতে হবে।

লে. জেনারেল ওয়াকার—উজ—জামান বলেন, আমাদের শুধু ঢাকায় বসে এরকম সভা করলে হবে না। আমাদের শেরপুরে গিয়ে মানুষের সাথে কথা বলতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের কি প্রয়োজন সেটা অনুধাবন করে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এসব শেরপুরে দরকার। তবে আমি মনে করি আরও বেশি প্রয়োজনীয় হচ্ছে কর্মসংস্থান। তাই শেরপুরে কিভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা যায় সে ব্যাপারে আমাদের জোরালো পদক্ষেপ নিতে হবে।

মো. দিলদার আহমদ বলেন, শেরপুরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় নির্মাণের যে দাবি আমাদের বহুদিনের সেটি কার্যকরে জোর তাগিদ দিতে হবে। এছাড়া শেরপুরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পাহাড়ের গা ঘেষে কিছু পর্যটন কেন্দ্র নির্মাণ করা উচিত। সেক্ষেত্রে অন্যান্য জেলার মানুষ শেরপুরে বেড়াতে যাবে এবং শেরপুরকে শেরপুর হিসেবেই চিনবে। আরও একটা ব্যাপার হচ্ছে কোয়ালিটি এডুকেশন। আর এর জন্য আমরা শেরপুরে ক্যাডেট কলেজ নির্মাণের চেষ্টা করতে পারি।

সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম শেরপুর জেলার নানামুখী চলমান উন্নয়ন কার্যক্রম সুসম্পন্ন করার লক্ষ্যে আগামী জুন মাস পর্যন্ত ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি কমিটির মেয়াদ বর্ধিত করার প্রস্তাব উথাপন করেন। এতে সভায় উপস্থিত অধিকাংশই সম্মতি জ্ঞাপন করেন। যার ফলে ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির বর্তমান কমিটিই আগামী ২০২৪ সালের জুন মাস পর্যন্ত বহাল থাকবে বলে সিন্ধান্ত গৃহিত হয়।

সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, শেরপুরে মেডিকেল কলেজ হওয়ার পাশাপাশি সেখানে ভালো মানের ডাক্তারও প্রয়োজন হবে। সেদিকেও খেয়াল রাখতে হবে। এছাড়া আমাদের আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয় দরকার। আশা করি আজকের আলোচনা অবশ্যই আমাদের ভিতরের চেতনাকে জাগ্রত করবে।

এছাড়াও সভায় সমিতির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সাইফুদ্দিন করিম আহম্মেদ মুন্না, মোস্তাফিজুর রহমান বকুল, মো. মাহমুদ আলম শাহীন, মো. আব্দুল আউয়াল ও শামীমা নাছরিন রুমী খান (সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক), দপ্তর সম্পাদক মো. দৌলত হোসেন, প্রচার সম্পাদক বদিউজ্জামান রিপন তালুকদার, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ খসরু আলম, স্কাইলার্ক প্রিন্টার্সের এমডি ও সমিতির ক্রীড়া সম্পাদক মো. দিদার হোসেন (রোমান), সহ—ক্রীড়া সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, ডিপিডিসির সহকারী প্রকৌশলী ও সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলি মো. ইলিয়াস হোসেন (লিটন), তথ্য ও প্রযুক্তি সম্পাদক নেছার আহমেদ আরিফ, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. সাইফুল ইসলাম, সহ শিক্ষা সম্পাদক লতিফুল ইসলাম নিপুল, সমাজকল্যাণ সম্পাদক কমর উদ্দিন আহমেদ চন্দন, সহ—সমাজকল্যাণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সহ—কর্মসংস্থান সম্পাদক লুৎফর রহমান, সহ—সাহিত্য সম্পাদক মো. লুৎফুর রহমান, আইন সম্পাদক ড. শাহ মো. মনিরুল ইসলাম নাহিদ, গণসংযোগ সম্পাদক মো. শফিকুল ইসলাম, মিডিয়া সম্পাদক মো. আমজাদ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক সুভাষ চন্দ্র বাদল, সহ—ধর্ম সম্পাদক মো. আমছর আলী, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক ডা. বেগম সামসুন্নাহার শিরিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রেজাউল ইসলাম (রেজু), বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের সিইও ও সমিতির সমন্বয় ও লিয়াজোঁ সম্পাদক মো. মামুন খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসাইন, ক্ষুদ্র—নৃগোষ্ঠী সম্পাদক মো. মনিরুল কবির মিলন, যুগ্ম সচিব (অব.) ও সমিতির কৃষি বিষয়ক সম্পাদক পংকজ কুমার পাল, এনজিও কর্মকর্তা মো. লুৎফর রহমান, বেস্ট ইউনিফর্ম লি. এর এমডি এবিএম রশিদুজ্জামান রিপন, সমাজসেবক সাকিনা আফরোজ পাপ্পু, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সদস্য ও সমিতির নির্বাহী সদস্য শাহেদ আব্দুল খালেক, কমরউদ্দিন আহমদসহ ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম রফিক। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *