শেরপুরের শ্রীবরদীতে তক্ষকসহ গ্রেফতার ৪

শেরপুরের শ্রীবরদীতে তক্ষকসহ গ্রেফতার ৪

দেশজুড়ে

অক্টোবর ৭, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের শ্রীবরদীতে তক্ষকসহ চার জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজার গরু হাটির সামনের পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃকতরা হলো রফিকুল ইসলাম (৪০), হারুন মিয়া (৩০), সুজন মিয়া (২৩) ও শাহিন মিয়া (১৯)।

এ ঘটনায় শনিবার সকালে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) এবং বন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। তথ্যগুলো নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার ভায়াডাঙ্গা বাজারের গরুর হাট সংলগ্ন পাকা রাস্তার উপর একটি চক্র অবৈধভাবে বন্যপ্রাণি তক্ষক ক্রয়-বিক্রয় করতেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে পরে তল্লাশি করলে তাদের ব্যাগ থেকে ১৬ ইঞ্চি লম্বা ১৩৫ গ্রাম ওজনের একটি তক্ষক জব্দ করা হয়। এসময় অন্যরা পালিয়ে য়ায়।

থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে তক্ষকসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে আটককৃতদের শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *